“ক্লোজ” করা হল তাহেরপুর থানার ওসিকে, বিরোধীদের দাবি তৃণমূলের হারের দায় নিতে হল ওসিকে

0
120

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

“ক্লোজ” করা হল তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। বুধবারই ফল ঘোষণা হয়েছে পুরভোটের। রাজ্যের একমাত্র পৌর সভা তাহেরপুর গিয়েছে বামফ্রন্টের দখলে। আর ঠিক সেদিন রাতেই তাহেরপুর থানার ওসি-কে “ক্লোজ” করা বিশেষ তাৎপর্যপূর্ণ কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তবে কি বোর্ড বিরোধীদের হাতে যাওয়ার মাশুল দিতে হল ওসি-কে?

Taherpur OC

নদীয়ার তাহেরপুর পুরসভায় মোট ১৩টি ওয়ার্ড। তার মধ্যে এবার ৮টিতে জয়ী হয়েছে সিপিএম। বাকি ৫টিতে জয়ী হয়েছে শাসকদল তৃণমূল। সিপিআই(এম)-সহ বামপন্থীদের দাবি, তাহেরপুরে তাদের জয়ের কারণেই এলকার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রশাসন এই অভিযোগ মানতে নারাজ। প্রশাসনের বক্তব্য, পুরোটাই ‘রুটিন প্রশাসনিক প্রক্রিয়া’। এর সঙ্গে পুরভোটের কোনও সম্পর্ক নেই। বিরোধীরা অযথা রাজনীতি করছেন এনিয়ে।

Notice

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পুরো বিষয়টি তাঁর অজানা বলে এড়িয়ে গিয়েছেন। জানা গিয়েছে, বুধবার পুরভোটের ফল ঘোষণা শেষ হওয়ার কিছুক্ষণ পরে তাঁকে ‘ক্লোজ’ করা হল এই মর্মে সরকারি নির্দেশ এসে পৌঁছয় তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসের কাছে। তাহেরপুরের নতুন ওসি হলেন নদিয়ারই ধানতলা থানার ওসি অমিতোষ রায়।

আরও পড়ুনঃ সরকারি স্কুলে শিক্ষকতার সঙ্গে প্রাইভেট টিউশন বা ব্যবসায় যুক্ত থাকলে কড়া ব্যবস্থাঃ মাদ্রাজ হাইকোর্ট

এই ঘটনায় সিপিআই(এম)-এর জেলা নেতৃত্বের দাবি, ‘‘ওই পুলিশ অফিসার বামেদের রুখতে পারেননি। সেই কারণেই তাঁকে শাস্তি পেতে হল।“ রানাঘাটের বিজেপি সাংসদের কটাক্ষ, তৃণমূল জমানায় ওসি, বিডিওরাই মূলত ব্লক সভাপতির দায়িত্ব পালন করেন। তাই তাহেরপুরে তৃণমূলের হারের দায় ওসিকেই নিতে হল!’’ যদিও বাম এবং বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রানাঘাটের সাংগঠনিক জেলার সভানেত্রী রত্না ঘোষ কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here