সুদীপ পাল, বর্ধমানঃ
সদর শহর বর্ধমানকে নতুনভাবে সাজাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যও নজর দিয়েছে প্রশাসন। বর্ধমান শহরের যোগাযোগের উন্নতির জন্য রেলের তরফে একটি সেতু তৈরি করা হয়েছে।
সেতুর সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্রগুলির সংযোগের জন্য রাস্তা তৈরির কাজ হাতে নিয়েছে প্রশাসন। বর্ধমানের দুই প্রান্তের দুই বাসস্ট্যান্ড আলিশা এবং নবাবহাটের সঙ্গে যোগাযোগের জন্য যে রাস্তাগুলি তৈরি করা হচ্ছে তার নির্মাণকাজ যদিও এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি তবুও প্রায় হয়ে এসেছে বলা যায়। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে রাস্তার দু’ধারে ফুটপাতের জন্য যে এলাকা নির্দিষ্ট করা হয়েছিল তা দখল হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে অসংখ্য অস্থায়ী দোকান। বাসিন্দারা বলছেন, যোগাযোগ ব্যবস্থায় প্রশাসন নজর দেওয়ায় রাস্তাঘাট নতুন করে হয়েছে। ফলে রাস্তায় যে গাড়ি চলাচল করে তার গতিবেগও ভালোই থাকে।
আরও পড়ুনঃ বালি পাচারকারীদের হাতে আক্রান্ত বিডিও
সেজন্যই ফুটপাত আলাদা করে তৈরি করেছে প্রশাসন। কিন্তু যদি ফুটপাত দখল হয়ে যায় তাহলে পথচারীরা কোনদিকে যাবেন। প্রশাসনের কাছে মানুষ আর্জি জানাচ্ছেন এই বিষয়টিতে, যে দ্রুত ফুটপাত দখলমুক্ত করা হোক। এই বিষয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি তিনি জানলেন। প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584