টাকা ফেরত না পেলে সম্পত্তি দখলের হুঁশিয়ারি বিজেপির

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

কাটমানি দিতে চেয়েও দিচ্ছেন না এই অভিযোগ তুলে মেখলিগঞ্জ পৌরসভার তৃনমূল নেতা তথা উপপুরপতি অমিতাভ রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিজেপি।

dharna of consumer | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় ৯০টি পরিবারের কাছ থেকে ২১লক্ষ টাকা অবৈধভাবে নিয়েছিলেন মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়।
লোকসভা নির্বাচনে রাজ্যে তৃনমূল কংগ্রেস খারাপ ফল করার পর হঠাৎ করেই কাট মানি ইস্যুতে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপরই রাজ্যজুড়ে কাটমানি ফেরতের দাবিতে শুরু হয় আন্দোলন বেকায়দায় পরে যায় শাসক দলের বহু নেতাকর্মী। কিছু পাইয়ে দেবার নামে কাটমানি গ্রহণ করে যারা তারা প্রবল আন্দোলনের ফলে চাপে পড়ে যায়। আর এই ইস্যুকেই হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে নামে পদ্ম শিবির।

dharna of consumer | newsfront.co
টাকা ফেরত চেয়ে বাড়িতে ধর্না উপভোক্তাদের।নিজস্ব চিত্র

পরিস্থিতি বেগতিক দেখে যদিও ডেমেজ কন্ট্রোলে নেমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আনেন আরেক এক নতুন তত্ত্ব ব্ল্যাকমানি।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী, অমিতাভ বাবু ২১ লক্ষ টাকা কাটমানি ফেরতের মুচলেকা দেন। এখন সেই টাকা ফেরতের সময় হওয়ায় উনি সপরিবারে পালিয়েও বেরাচ্ছেন। তাই আমরা এলাকার মানুষকে সাথে নিয়ে তার জমি বাড়ি ও সম্পত্তি দখলের সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানান মেখলিগঞ্জের স্থানীয় বিজেপি নেতা আসেকার রহমান।

তিনি বলেন, গত ২২ জুলাই এই টাকা ফেরতের কথা ছিল, কিন্তু টাকা ফেরত না দিয়ে পালিয়ে যান উপপৌরপতি। তাই টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছে ফের আন্দোলন। মেখলিগঞ্জ পুর এলাকার বাসিন্দারা কাটমানি অভিযোগ এনে গত ২ জুলাই তার বাড়িতে টাকা ফেরৎ নিতে আন্দোলনও গড়ে তোলে। মেখলিগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরৎ নিতে আসেন পৌরসভার বাসিন্দারা।

আরও পড়ুনঃ ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল

এরপর সেদিনই পরিস্থিতির চাপে পড়ে ভাইস চেয়ারম্যান জনতার সামনে নিজের বাড়িতে বসে একটি মুচলেকা দেন বলে দাবী বিজেপি স্থানীয় নেতৃত্বের। বর্তমানে ওই টাকা ফেরত নিতে এসে পৌরপতিকে বাড়িতে না পেয়ে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ৷ প্রাপকেরা দাবিতে অনড় থাকে। শুক্রবারও হয় এই বিক্ষোভ৷

টাকা না পাওয়া পর্যন্ত দফায় দফায় চলবে এই বিক্ষোভ বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here