করোনা দমনে মন্দিরের ভিতরে ভক্তের মুন্ডুচ্ছেদ করলেন পুরোহিত

0
98

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা তাড়াতে মন্দিরের ভিতর ‘নরবলি’ দিলেন ওড়িশার এক পুরোহিত। দেবতাকে তুষ্ট করতে ভক্তের মুন্ডুচ্ছেদ করলেন পুরোহিত সংসারী ওঝা। স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের ভিতরেই কুড়ুল দিয়ে বছর পঞ্চান্নর এক ব্যক্তির মাথা কেটে বলি দিলেন পুরোহিত। ওড়িশার কটকে এক স্থানীয় মন্দিরের বৃদ্ধ পুরোহিতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়।

murder | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে স্বপ্নে দৈব আদেশ শুনতে পান বলে দাবি করেছেন কটকের নরসিংহপুর ব্লকের বান্ধাহুদায় দেবী ব্রাহ্মণী মন্দিরের পুরোহিত ৭২ বছর বয়েসি সংসারী ওঝা। স্বপ্নে তাঁকে দেবী ব্রাহ্মণী আদেশ দেন, করোনা মহামারী থেকে রক্ষা পেতে হলে নরবলি দিতে হবে। এরপরই এক ভক্তের মুন্ডুচ্ছেদ করেন তিনি। পুরোহিত সংসারীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজকুমার প্রধান (৫২)।

আরও পড়ুনঃ শ্রমিকদের কাছ থেকে নেওয়া যাবে না কোনো ভাড়া, দিতে হবে খাবার: সুপ্রিম কোর্ট

পুলিশের দাবি, এ দিন সকালে থানায় এসে আত্মসমর্পণ করে ঘটনার কথা স্বীকার করেছেন সংসারী ওঝা। নিহত সরোজের সঙ্গে গ্রামের বাইরে এক আমবাগানকে কেন্দ্র করে সংসারীর পুরনো শত্রুতা ছিল। ঘটনায় অভিযুক্ত সংসারী ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনের সেই ধারালো অস্ত্রকে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তুমুল প্রতিক্রিয়া শুরু হয়েছে ওড়িশায়। অভিযুক্তের চরম শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here