বনধে বাস না চালানোয় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা আটকালো বাস

0
47

শ্যামল রায়,নদীয়াঃ

বৃহস্পতিবার তেহট্ট দেবগ্রাম বাস রুটে বাস চলতে দিল না ক্ষুব্ধ যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ বনধের দিন তাদের চরম কষ্ট হয়েছে বারবার বলা সত্বেও বাস চালকরা বাস চালায়নি রাস্তাতে। তাই এদিন বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের।
সকাল থেকেই বাস চলাচল করতে না দেওয়ার ফলে এলাকার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েন ।
যাত্রীদের কাছ থেকে জানা গেল যে বনধের দিন আমাদের যেমন হয়রানি শিকার হতে হয়েছে বাস চালকরা বাস চালায় নি ফলে এ দিন বাস চালকরা বুঝুক যে তাদেরও কিভাবে আর্থিক ক্ষতি হতে পারে। এই নিয়ে যাত্রীদের একের পর এক অভিযোগ।
যাত্রীদের কাছ থেকে জানা গেল যে বনধের দিন চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদেরকে তারা কথা দিয়েছিল কোন রকম অশান্তি বিশৃঙ্খলা হবে না আপনারা বাস চালান কিন্তু সে কথা মানেননি বাস চালকরা।
তাহলে অসুবিধের দিন আমরা বাস পাবনা আর যেদিন ভালোর দিন সেদিন বাস পাবো এরকম টা হতে পারে না দাবি স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার পরিস্থিতি সমস্যাবহুল হয়ে ওঠে বলে জানা গিয়েছে।
তবে বাস চালকদের অভিযোগ যে তারা যে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বনধ হলে বাস রাস্তায় বের করেন না। তাদের আশঙ্কা বনধ কে কেন্দ্র করে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই তারা রাস্তায় গাড়ি বের করেন না।তাহলে বনধের পরেরদিন স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবার জন্য বাস রাস্তায় বের করার পরেই শুরু হয়ে যায় যাত্রীদের বিক্ষোভ।
আমরা নিরাপত্তার অভাব বোধ করছি প্রশাসনিক পুলিশ মহল থেকে আশ্বাস পেলে রাস্তায় বাস বের করা সম্ভব হবে।
যদিও প্রশাসনিক স্তরে জানা গিয়েছে বাসচালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি সামাল দেয়া হবে।

ফিচার ছবি প্রতীকী

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে ঘরছাড়া এলাকাবাসী 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here