সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি অফিস যাত্রীরা

0
111

মোহনা বিশ্বাস, হুগলিঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ১৮ মে পঞ্চম দফা লকডাউনে পদার্পণ করেছে আমাদের দেশ। চলবে ৩০ জুন পর্যন্ত। লকডাউনের এই পঞ্চম দফায় রাজ্যে গণপরিবহন পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই ১জুন থেকে কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বাস পরিষেবা। তবে হুগলিতে ওইদিন বাস পরিষেবা চালু হয়নি।

SBSTC | newsfront.co
নিজস্ব চিত্র

৩ জুন চালু হল চুঁচুড়া-ধর্মতলা সরকারি বাস পরিষেবা। চুঁচুড়া ঘড়ির মোড়ে বুধবার সকালে বাস পরিষেবা চালু করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। এদিন ঘড়ির মোড়ে উপস্থিত ছিলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, বিধায়ক অসিত মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর গোদালা কিরণ কুমার। ফিতে কেটে ও ফ্ল্যাগ অফ করে বাস পরিষেবার সূচনা করেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।

inauguration | newsfront.co
নিজস্ব চিত্র

প্রথমদিনই এই রুটের বাসে যাত্রী সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো। করোনা সংক্রমণ এড়াতে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই এদিন যাত্রীরা বাসে ওঠেন।আপাতত প্রতিদিন সকাল সাড়ে সাতটা এবং সকাল সাড়ে আটটায় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে কলকাতা (ধর্মতলা) পর্যন্ত যাবে দুটি বাস। আবার কলকাতা (ধর্মতলা) থেকে ওই দুটি বাস বিকেল সাড়ে চারটে এবং বিকেল সাড়ে পাঁচটায় ছাড়বে চুঁচুড়ার উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’ – মমতাকে তোপ অধীরের

চুঁচুড়া থেকে ধর্মতলা পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা ধার্য করা হয়েছে। পরে রুট বদল করে দূরত্ব কমলে ভাড়াও কমবে বলে আশ্বাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে। এই বাস দুটি চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি,: শ্রীরামপুর, বালি, ডানলপ, সিঁথি মোড়, এমজি রোড হয়ে ধর্মতলা পৌঁছাচ্ছে।

বাস পরিষেবা চালু হওয়ায় অত্যন্ত খুশি অফিস যাত্রীরা। অফিস যাত্রী অমৃতা ব্যানার্জী বলেন, “এই লকডাউনের জেরে বন্ধ ট্রেন। তাই অফিস যেতে খুবই সমস্যা হচ্ছিল। চুঁচুড়ায় এর আগে কলকাতা যাওয়ার জন্য এরকম কোন বাস ছিল না। এখন এই বাস পরিষেবা চালু হওয়ায় অনেকটা সুবিধা হল। তবে কলকাতা থেকে ফেরার জন্য বাসের সময়টা যদি আরও একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আরও অনেকে উপকৃত হবেন বলে আমি মনে করি।”

আরও পড়ুনঃ ১৫ জুন থেকে কেন্দ্রের পাঠানো ডাল ৩ মাস ধরে মিলবে রেশনে! ঘোষণা খাদ্য দফতরের

আজ চুঁচুড়া থেকে প্রথম কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সরকারি বাস। এ বিষয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর গোদালা কিরণ কুমার বলেন, “রাজ্য সরকারের নির্দেশানুযায়ী আজ থেকে চুঁচুড়া থেকে ধর্মতলা যাওয়ার দুটি বাস চালু করা হল। এরপর যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।”

প্রসঙ্গত, লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল অফিস-কাছারি। সরকারি নির্দেশানুযায়ী, ১ জুন থেকে সরকারি, বেসরকারি অধিকাংশ অফিসই খুলে গিয়েছে। এদিকে ভাড়া না বাড়ায় রাস্তায় এখনও বাস নামায়নি বেসরকারি বাস সংগঠনগুলি। চলছে না ট্রেনও। তাই সঠিক সময়ে অফিস যেতে পারছেন না কর্মচারীরা। যাত্রীদের এহেন ভোগান্তির কথা ভেবেই কলকাতা সহ বিভিন্ন জেলায় পয়লা জুন থেকে সরকারি বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here