ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
গত ৩১শে আগস্ট প্রকাশিত হওয়া আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে উধাও হয়ে যাচ্ছে বহু তথ্য, হারিয়ে যাচ্ছে এনআরসি সংক্রান্ত বহু ইমেইল। আর তাতেই নড়েচড়ে বসেছেন আসাম এনআরসির দায়িত্বে থাকা রাজ্য সরকারি আধিকারিকরা।
সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে ঘটনায় কেন্দ্র সরকারের কাছে তদন্তের অনুরোধ করা হয়েছে।”ইচ্ছাকৃতভাবেই গায়েব করা হচ্ছে”বলেই দাবি এনআরসি সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। গত বছরের শেষের দিকে এনআরসি সংক্রান্ত বেশ কিছু তথ্য ও ইমেইল উধাও হয়ে গেছে। উল্লেখ্য ওই সময়ই আসাম এনআরসি দায়িত্বে থাকা প্রতিক হাজেলাকে বদলি করে তার জায়গায় নিয়ে আসা হয় হীতেশ দেব শর্মাকে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৩১শে আগস্ট আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর ‘www.in assam.nic.in’ নামক ওয়েবসাইটে আপলোড করা হয়। সেখানেই দেখা যেত কার নাম চূড়ান্ত নাগরিক পঞ্জিকায় আছে, আর কার নাম বাদ গেছে। কিন্তু কিছুদিন থেকে সেই ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছেনা কোন তালিকা। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি যান্ত্রিক গোলযোগের কারণে এই ত্রুটি। কিন্তু কংগ্রেস সহ বিভিন্ন বিরোধীদের দাবি ছিল কুমতলবেই ওয়েবসাইট থেকে গায়েব করা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি তালিকা।
এই ঘটনায় আসামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষ আবার আতঙ্কে ভুগছে। যাদের নাম আছে তারাও আতঙ্কে। আবার যাদের নাম চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নেই অর্থাৎ ১৯ লক্ষ মানুষের আতঙ্কে নতুন সংযোজন হয়েছে এই ঘটনা।
উক্ত ঘটনায় সন্দেহের তীর উঠেছে আজুকি বড়ুয়া নামক এক আধিকারিকের দিকে। তিনি প্রতিক হাজেলাকে সরিয়ে দেওয়ার পরেই ইস্তফা দেন। ইতিমধ্যেই পাসওয়ার্ড শেয়ার না করার অভিযোগে সেই আধিকারিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে বর্তমান এনআরসি আধিকারিকরা।
অন্যদিকে আসাম সরকার দাবি করেছে যে প্রকাশিত হওয়া এই চূড়ান্ত নাগরিক পঞ্জি ‘ত্রুটিপূর্ণ’ এবং এই তালিকা পুনরায় যাচাই করা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584