নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে সরকারি প্রকল্পের কাজ, অভিযোগ খোদ অঞ্চল সভাপতির

0
35

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Power plant | newsfront.co
নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে পাওয়ার প্লান্টের কাজ। নিজস্ব চিত্র

ভগবানগোলা ব্লক ২ এর অন্তর্গত নির্মল চর এলাকায় সরকারি প্রকল্পের সোলার পাওয়ার প্লান্ট তৈরি নিয়ে উঠল অনিয়মের অভিযোগ। অভিযোগ তুললেন খোদ শাসক দলের আখেরীগঞ্জ অঞ্চলের সভাপতি সহিদুল ইসলাম।

Sahidul Islam | newsfront.co
সহিদুল ইসলাম, অঞ্চল সভাপতি, আখেরীগঞ্জ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গোপন সূত্রে তল্লাশি চালিয়ে উদ্ধার সাতটি হাতির দাঁত, গ্রেফতার অভিযুক্ত

সহিদুল বাবু আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লাভলী বিবির নামে অভিযোগ করেন যে লাভলী বিবি সব জেনেও নীরব রয়েছেন। গ্রামবাসীরা জানান, এই ৯ কোটি টাকার সোলার পাওয়ার প্লান্ট প্রকল্পে পুরো টাকা ব্যবহার না করে নিম্নমানের পাথর, বালি, রড দিয়ে কাজ করা হচ্ছে।

Lovely Bibi | newsfront.co
লাভলী বিবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

এই ব্যাপারে ভগবানগোলা ব্লক ২-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে চুপ। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বচ্ছতা আলি বলেন, আমাদের কাছে অনেকদিন থেকেই এর অভিযোগ এসেছে। আমরা অভিযোগ পেয়েই ছুটে এসেছি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here