শ্যামল রায়,কালনাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সরকারি বিভিন্ন প্রকল্পের হাল জানতে বুধবার কালনা মহকুমার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতে ঘুরলেন জেলার প্রতিনিধিরা সেইসাথে মহকুমা শাসক নিজে।
কালনা ২ নং ব্লকের পিঞ্জিরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন মহকুমা শাসক নীতিশ ঢালি।সাথে ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া এপিও ইন্দ্রজিৎ ঘোষাল সহ অনেকে।
জানা গিয়েছে যে,এদিন গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ অর্জুন গ্রামে আইসিডিএস এর হাল হকিকত মিড ডে মিল পাথরঘাটায় পাহাড়পুর গ্রামের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং রিপোর্ট নেন প্রতিনিধিদলের আধিকারিকরা।
এছাড়াও পূর্বস্থলী ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বালা জানিয়েছেন যে, তাদের ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত নসরতপুর গ্রাম পঞ্চায়েত সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রকল্পের হাল সম্পর্কে খোঁজখবর নেন জেলা থেকে আসা একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক-সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং জনপ্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ দপ্তরে বসে অভিযোগ শোনার সাথে সাথে এলাকার মানুষের সাথে কথা বলতে হবে এবং সেই সাথে সরকারি প্রকল্পের বেশ কিছু প্রশ্নের খোঁজখবর নিতে বলেছেন আধিকারিকদের সেই কাজ শুরু হয়ে গিয়েছে।
বাংলা আবাস যোজনা সম্পর্কে ঘর তৈরির টাকা ঠিক মত খরচ হয়েছে কিনা এবং মিড-ডে মিল আইসিডিএস বিভিন্ন প্রশ্নের উত্তর ওই ফরম্যাট অনুযায়ী করতে হবে।সেই কাজটি করলেন জেলার প্রতিনিধিরা এবং মহকুমা শাসক সহ অনেকে।
প্রকল্প উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন জেলা এবং মহকুমা দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ অঙ্গদানে এক শরীরে উপকৃত পাঁচরোগী,সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন এসএসকেএম-এ
এরকমভাবে পাঁচটি প্রকল্পের বিষয়ে আধিকারিকরা খোঁজ নিয়েছেন।প্রশ্নপত্র ধরেই গ্রামের মানুষের কাছ থেকে নানা সরকারি প্রকল্পে নজরদারি কেমন তা জেনেছেন সেই সাথে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584