হাজির ‘পাগলী তোর জন্য’র অফিশিয়াল ট্রেলার

0
679

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভরপুর প্রেমের গল্প বানিয়েছেন পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘পাগলী তোর জন্য’। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়কে নিয়ে ‘আমার লবঙ্গলতা’ বানিয়েছেন পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়।

Pagli tor jonno | newsfront.co

বেশ কিছু ধারাবাহিক পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি সামনে এসেছে ‘পাগলী তোর জন্য’র অফিশিয়াল ট্রেলার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত সুরজ এবং নবাগতা হিমিকা।

Bappa Bandopadhyay | newsfront.co
পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও আছেন অরুণ ব্যানার্জি, অনামিকা সাহা, প্রয়াত অভিনেতা রমেন রায়চৌধুরী, সান্ত্বনা বসু, গৌরীনাথ ব্যানার্জি, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু, কৌশিক সহ আরও অনেকে।

সঙ্গীতে শান, আকৃতি কক্কর, রাঘব চ্যাটার্জি, স্বাগতা, সপ্তক। গীতিকার বরুণ এবং অমল রায় ঘটক। সঙ্গীত পরিচালনায় অশোক দাস। ক্যামেরায় পার্থ রক্ষিত। সম্পাদনায় স্বপন গুহ। কোরিওগ্রাফিতে কৈলাস শর্মা। ফাইট মাস্টার খোকন সাহা।

আরও পড়ুনঃ মহালয়াতে ‘তারাদের শেষ তর্পণ’

‘সানরাইজ মুভিজ’ নিবেদিত শেখ ফারুক মল্লিক প্রযোজিত ‘পাগলী তোর জন্য’ প্যান্ডেমিক পরিস্থিতি কাটলেই মুক্তি পাবে বড় পর্দায়- জানিয়েছেন প্রযোজক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here