অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে আবগারি দফতরের আধিকারিকরা

0
30

পিয়ালী দাস, বীরভূমঃ

বেআইনি মদ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের চাপের মুখে অভিযুক্তকে ছেড়ে দিতে বাধ্য হল আবগারি দফতরের আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার কাস্টগড়া গ্রামে৷ আবগারি দফতরের আধিকারিক সুহৃদ রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টগড়া গ্রামে সুবোধ সাহার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয় এবং ৭৮০ বোতল দেশী মদ উদ্ধার করা হয়। সে সময় সুবোধ সাহার ভাই প্রবোধ সাহা উদ্ধার হওয়া বেআইনি মদ গুলো আনতে বাধা দেয়। তখন আমরা তাকে গ্রেফতার করতে বাধ্য হই, সরকারি কাজে বাধা দেবার জন্য।

officials of the excise office face protests
নিজস্ব চিত্র

কিন্তু আচমকাই গ্রামবাসীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং আমাদের কাছ থেকে প্রবোধ সাহাকে ছিনিয়ে নিয়ে যায় এবং গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। যদিও অভিযুক্ত প্রবোধ সাহা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, যে বাড়িটি থেকে বেআইনি মদের বোতল গুলো উদ্ধার করেছে আবগারি দপ্তর সেই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কে বা কারা এত পরিমাণে বেআইনি মদের বোতল গুলো রেখে গেছে তা আমার পক্ষে বলা সম্ভব না।

তবে আবগারি দফতর সূত্রে খবর সরকারি কাজে বাধা দেবার জন্য কাস্টগড়া প্রাথমিক স্কুলের শিক্ষক প্রবোধ সাহার বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here