নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমকাহিনি কে না জানে বলুন তো? ওদিকে আবার ‘ফাগুন বউ’ জুটি মহুল আর রোদ্দুর থুড়ি ঐন্দ্রিলা আর বিক্রমকে নিয়েও শেষ নেই জল্পনার।

তবে বিক্রম আর ঐন্দ্রিলা যে নিছকই ভাল বন্ধু ছাড়া আর কিছু নন সেটাও জানেন দর্শককূল। এ ব্যাপারে ওয়াকিবহাল অঙ্কুশ স্বয়ং। কিন্তু এত কথা বলার কারণটা ঠিক কী তা এবার বলেই ফেলি। শুটিং বন্ধ, ঐন্দ্রিলার হাতে এই মুহূর্তে কোনও ধারাবাহিকও নেই, ছবিও নেই।

তা হলে বধূবেশে বিয়ের আগেই কী করছেন তিনি? তাও আবার জন্মদিনে? এক ভিডিওতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলা তাঁর পোষ্যকে ধরে নাচছেন। উপভোগ করছে পোষ্যটিও।..

আজ্ঞে হ্যাঁ, আজ তাঁর জন্মদিন। আর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এক বধূবেশী ছবি তোলপাড় ফেলেছে মানুষের মনে।

ব্যাপারটা কী! জানিয়ে প্রেম করছেন দীর্ঘকাল ধরে আর না জানিয়ে বিয়ে সেরে ফেললেন দুজনে? এও সম্ভব? নাকি এর ভিতরে রয়েছে অন্য রহস্য। কিছুই বোঝা যাচ্ছে না ঠিক কী কারণে হাতে শাঁখা- পলা আর ললাটে সিঁদুর লেপেছেন অভিনেত্রী?

এ কি কোনও আসন্ন ধারাবাহিকের পূর্বাভাস? জানা যাবে ‘করোনা’ দেশ ছাড়ার পর।…
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584