নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘আমি দিদি নম্বর ওয়ান’ ছবি সঙ্গে নিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেন অমিত দাস। এর আগে ‘সাত ভাই চম্পা’, ‘অলৌকিক না লৌকিক’ সহ আরও বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক ও সিরিজে পরিচালকের ভূমিকায় ছিলেন তিনি৷ এবার রিয়ালিটি শো কেন্দ্রিক ছবির পরিচালনায় পাড়ি দিলেন বড় পর্দায়।
রিয়ালিটি শো এবং এক যুবকের অভিনেতা হয়ে ওঠার কাহিনিও রয়েছে ছবিতে। এই সব তথ্য ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে অনেকের। কিন্তু জানেন কি বড়পর্দায় অমিত দাসের প্রথম নায়িকা কে হতে চলেছেন? তিনি ঐন্দ্রিলা শর্মা। বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী তিনি।
এই মুহূর্তে ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে রয়েছেন এই অভিনেত্রী। এর আগে ‘ঝুমুর’, ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে তাঁকে পেয়েছেন দর্শক। রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘শেষ থেকে শুরু’তেও জিতের বোনের চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। এবার তিনি বড় পর্দায় নায়িকার ভূমিকায়।
ঐন্দ্রিলার কাছে তাঁর চরিত্র সম্বন্ধে জানতে চাইলে তিনি নিউজ ফ্রন্ট-কে জানান- “আমার চরিত্রের নাম রিমি। আদৃতের চরিত্রের নাম আদি। আমি ওর লাভ ইন্টারেস্ট। আদৃতের চরিত্রটা এমন যে সে খানিকটা ডিপ্রেসড এবং কোণঠাসা। তাকে সামাল দেয় রিমি।
আরও পড়ুনঃ কাশ্মীর প্রীতিকে বইবন্দি করলেন অভিনেতা ভাস্বর
রিমির বাবা মেনে নেয় না মেয়ের প্রেমিককে৷ বাবা এবং প্রেমিক দুজনকে সামলায় রিমি। সে একটা বিজ্ঞাপন সংস্থায় এক্সিকিউটিভ প্রোডিউসারের কাজ করে। চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। ধারাবাহিকে সাধারণত এথনিক লুকে আমরা থাকি। এখানে কর্পোরেট লুকে থাকব। একেবারে নর্মাল। যেভাবে আমি ঘরে থাকতে অভ্যস্ত। পাশাপাশি এমন চরিত্র সচরাচর বাংলা ছবিতে দেখা যায় না, যেখানে কোনও মুখ্য চরিত্রাভিনেত্রীকে বাবা এবং প্রেমিককে সমান তালে সামলাতে হয়। আমি এমন এক চরিত্র পেয়ে পিছিয়ে থাকতে পারিনি৷
আরও পড়ুনঃ বড়পর্দায় ডেবিউ করছেন মেগা পরিচালক অমিত দাস
আমাকে চরিত্রটা বিশ্লেষণ করেন অভিমন্যু মুখোপাধ্যায়। অভিমন্যু’দা এই ছবির লেখক। উনি এমনভাবে কোনও চরিত্র বোঝান যে চোখের সামনে খুব স্পষ্ট হয়ে যায় চরিত্রটা। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। এই ছবি পরিচালনা করার কথা ছিল অভিমন্যু’দার। পরে ঠিক হয় অমিত দা করবেন। আমি খুব খুশি এই চরিত্র পেয়ে।”
জানতে চাইলাম, একদিকে মেগা সিরিয়ালে লিড রোলের ব্যস্ততা আর অন্যদিকে বড়পর্দায় কাজ- দুদিক সামলাচ্ছ কী ভাবে? ঐন্দ্রিলা জানান- “ম্যানেজ করতে হয়েছে। একটু অসুবিধা হয়েছিল প্রথমে। তবে, এখন সব ঠিক আছে। দুদিকই সমানভাবে সামলাতে পারছি।” হিন্দুস্তান পার্কের কাছে একটি বাড়িতে ছবির শুটিং চলছে জোরকদমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584