শুটিং শুরু হলেও ছুটি বহাল ফিরকি-বুকানদের, মুচলেকা দিয়ে কাজে বর্ষীয়ানেরা

0
348

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে ১০ জুন থেকে। ৩৫ জনের ইউনিট নিয়ে শুরু হবে কাজ। ১০ বছরের কম বয়সি শিশুদের নিয়ে এক্ষুণি শুটিং করা যাবে না। শুধুই শিশুরা নয়, প্রশ্ন থেকে যায় বর্ষীয়ানদের নিয়েও।

Srimoyee | newsfront.co

মিটিং-এ বলা হয়েছে, ৬০-৬৫ বছরের ঊর্ধের অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের দায়িত্বে মুচলেকা জমা দিয়ে শুটিং করতে পারবেন যদি তাঁরা চান। বলা হয়েছে, প্রত্যেক আর্টিস্টদের প্রোডাকশন হাউজ থেকে পার্সোনাল মেক আপ কিট দিতে হবে।

Srimoyee serial | newsfront.co
লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিরূপ সেন(শ্রীময়ী ধারাবাহিকের বুকান)

ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর সেই মেক আপ কিট আবার প্রোডাকশন হাউজকে ফেরত দিয়ে দিতে হবে। তবে, প্রত্যেককে নিজেদের কস্টিউম বাড়ি থেকে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার আর সুরক্ষার দায়িত্ব তাঁদের নিজেদের নিতে হবে।

আরও পড়ুনঃ বাড়িতে বসে ভূতের সিনেমা বানালেন পরিচালক উত্তম সরকার

Phirki | newsfront.co
মাহি সিং (ফিরকি)

৩৫ জনকে নিয়ে চলবে ইউনিট। করোনার সমস্ত বিধিনিষেধ মেনেই চলবে শুটিং।পাঁচটি এপিসোড ব্যাঙ্কিংয়ের পরিকল্পনা রয়েছে প্রযোজকদের। শুটিং-এ থাকার কারণহেতু কেউ করোনা আক্রান্ত হলে রাজ্য সরকার দায়িত্ব নেবে চিকিৎসার। শিল্পীদের ইন্সিওরেন্স প্রিমিয়ামের ৫০ শতাংশ দেবে চ্যানেল, ৪০ শতাংশ দেবেন প্রযোজক, ১০ শতাংশ দেবেন তিনি নিজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here