পূর্ন বয়স্ক হস্তিনীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

0
51

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

old age elephant dead body rescue
উদ্ধার হওয়া হস্তিনী।নিজস্ব চিত্র

শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের আডরাগ্রামে একটি পূর্ন বয়স্ক স্ত্রী দাঁতালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।কিন্তু কিভাবে এই দাঁতালের মৃত্যু হয়েছে সেই বিষয়েই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এলাকার বাসিন্দাদের মনে।স্থানীয় সুত্রে জানা গেছে,স্থানীয় বাসিন্দা দিলীপ সিংহ বাড়ির কাছে মৃত অবস্থায় পড়েছিল হাতিটি।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কেশর রেখা রেঞ্জ বন দফতরের কর্মীরা।বন দফতরের প্রাথমিক অনুমান অসুস্থ হওয়ার কারনে মৃত্যু হয়েছে ঐ দাঁতালের।অথবা কারেন্ট শক খেয়েও মারা যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।এই কারনেই হাতির দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাঁচকাইনা বিট অফিসে।ময়না তদন্তের পরেই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা। বনদফতর সুত্রে জানা যায়,ওড়িশা থেকে আসা প্রায় পঁয়ত্রিশটির বেশি হাতি নয়াগ্রাম ব্লকের বিভিন্ন জঙ্গলে ঘোরাঘুরি করছে।এর মধ্যে বেশীরভাগ হাতি চলে গেলেও কয়েকটি হাতি দলছুট হয়ে পড়ে।দলছুট হাতিগুলি স্থানীয় একটি ধানের গোলা থেকে ধান খায়।প্রাথমিক অনুমান যে,অতিরিক্ত ধান খাওয়ার ফলে বদ হজম থেকেই হাতিটির মৃত্যু হয়েছে।উল্লেখ্য ওড়িশা,ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে বিভিন্ন সময় হাতির দল জঙ্গলমহলে ঢুকে রেসিডেন্সিয়াল হয়ে পড়ে।ফলে হাতির হানায় ফসলের ক্ষতি ও বাড়িঘর ভাঙার পাশাপাশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।

old age elephant dead body rescue
পার্থ দেব।বন দফতরের কর্মী নিজস্ব চিত্র

আরও পড়ুন: মদ্যপানের বিরোধিতা করায় স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ স্ত্রীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here