চাঁচলে ছুরিকাহত প্রাক্তন প্রধান

0
37

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

সুদে ধার নেওয়া টাকা মেটানোর সালিশি করার আগেই ছুরির আঘাতে আহত হলেন তৃণমূল কংগ্রেসের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার কানাইপুর বাজারে। যদিও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বেঁচে যান প্রাক্তন প্রধান।

treatment | newsfront.co
আহত প্রধান ৷ নিজস্ব চিত্র

লোকজন জড়ো হতে দেখেই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির আঘাত গুরুতর না হলেও তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জখম নবকুমার সিংহ। তিনি চন্দ্রকোনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরোনো বিবাদকে কেন্দ্র করেই এই দিন বচসা বাঁধে।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত খেজুরি,আহত ৬

সেই সময় ওই দুষ্কৃতী নবকুমারবাবুকে ছুরি দিয়ে জখম করে। অভিযুক্ত এলাকায় নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তাকে পুলিস এর আগে গ্রেফতার ও করেছিল। স্থানীয় এক ব্যক্তিকে ওই দুষ্কৃতী সুদে টাকা দেয়।

কিন্তু ওই ব্যক্তি টাকা শোধ করেননি বলে অভিযোগ। নবকুমারবাবু দু’পক্ষের মধ্যে এই সমস্যা মেটানোর দায়িত্ব নিয়েছিলেন। তার জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, পুলিস ঘটনা খতিয়ে দেখছে। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here