গুপ্তধনের হদিস পূর্বস্থলীতে

0
103

অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ

শতাব্দী প্রাচীন একটি বাড়ির উঠোনে খনন কার্জ চলার সময় মাটির তলা থেকে একটি পিতলের ঘটি উদ্ধার কে কেন্দ্র করে গুপ্ত ধনের হদিস পাওয়া গেছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর হামিদপুরের মন্ডলপাড়া গ্রামে ৷

old coin | newsfront.co
প্রাচীন মুদ্রা ৷ নিজস্ব চিত্র

এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই গ্রামে ৷ গুপ্তধনের হদিস পাওয়ার খবরে দূর-দূরান্ত থেকে গ্রামের লোক ভিড় জমায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী থানা পুলিশ ৷ উদ্ধার করা হয় গুপ্তধন ভর্তি ওই পিতলের ঘটিটি ৷

old house | newsfront.co
পুরাতন বাড়ি ৷ নিজস্ব চিত্র

ওই ঘটি থেকে উদ্ধার হয় ৩৪ টি বড় ও ৩টি ছোট প্রাচীন রুপোর মুদ্রা ৷ উদ্ধার হওয়া মুদ্রাগুলি ১৯০১ ও ১৯১৮ সালের প্রাচীন মুদ্রা ৷ এখন বর্তমানে মুদ্রাগুলির মালিক সাজিদুল সেখ ৷ তার বাড়ি খনন করার সময়েই মুদ্রাগুলি উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুনঃ ‘আক্রান্ত রুটিরুজি, আক্রান্ত গণতন্ত্র’, প্রতিবাদে খেজুরীতে সিপিআইএম-র মিছিল

ওই প্রাচীন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিল সাজিদুলের ৷ সেই সময় রাজমিস্ত্রি ওই খনন কাজ করার সময় উদ্ধার হয় প্রাচীন মুদ্রাগুলির ৷ তবে এই মূহুর্তে পুলিশের নির্দেশে খনন কার্য বন্ধ রয়েছে এবং পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here