ধুঁকছে এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা হল

0
155

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

OLd entertainment media Cinema Hall is going to be closed
নিজস্ব চিত্র

ডিজিটাল জেনারেশানের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ইন্টারনেট। তারই প্রভাবে বর্তমানে হারিয়ে যাচ্ছে এক সময়ের বিনোদনের একমাত্র মাধ্যম সিনেমা হল।সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন ২৪ পরগনা জেলাতেও বহু সিনেমা হল বন্ধ হয়ে গেছে।

OLd entertainment media Cinema Hall is going to be closed
দীপক কুমার হালদার। (সিনেমা হল মালিক )। নিজস্ব চিত্র

আবার কোন কোন সিনেমা হল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখনো।যেটুকু চলছে তাতে মিলছেনা দর্শক।ধরা দিচ্ছেনা অর্থ।লন্ঠনের আলোর মতো ধিক ধিক করে যেগুলি চলছে। বর্তমানে পরিস্থিতি আরো শোচনীয়।তার অন্যতম কারন লোকসভা নির্বাচন।নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় সিনেমা মুখি হচ্ছেনা কেউ।ডায়মন্ড হারবার ,কাকদ্বীপ,মথুরাপুর,রায়দিঘি এমন কিছু সিনেমা হল এর সন্ধানে বেরিয়ে ধরা পড়লো কিছু ছবি।

OLd entertainment media Cinema Hall is going to be closed
অর্জুন কুমার মাইতি,স্থানীয় নেতা। নিজস্ব চিত্র

দর্শক না থাকার দরুন দিনের পর দিন লোকসানে পড়া বিভিন্ন সিনেমা হলের মালিক কর্তৃপক্ষ এক এক করে বহু পুরাতন সিনেমা হল গুলি বন্ধ করতে বাধ্য হচ্ছেন।ফলে কাজ হারাচ্ছেন বছরের পর বছর সিনেমা হলের বহু কর্মীরা।ফলে কাজ হারিয়ে অন্য পেশায় চলে গিয়েছেন অনেকে।ডায়মন্ড টকিজ থেকে কপাটহাট নিউ বিজলি।অর্থ সঙ্কটে হল মেরামতি করার পরিস্থিতি পাচ্ছেনা মালিক কর্তৃপক্ষ। পলেস্তার খোসে পরা ইটের হার বেড় করা দেওয়াল। ঝুল ভর্তি হলে দেখলে মনে হয় কতটা কিভাবে রয়েছে।জঙ ধরা অকেজ পাখা। সংস্করন না হওয়া জিনিস আজ অর্থসঙ্কটে হারিয়ে যাচ্ছে ।আধুনিক যুগে সিনেমা যন্ত্রাংশের পরিবর্তন হলেও সিরিয়াল ইনটারনেট সঙ্গে ভোট প্রচারে অর্থ হারিয়ে ফেলছে হল মালিক পক্ষ।

আরও পড়ুনঃ চতুর্থ দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রের একটি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

OLd entertainment media Cinema Hall is going to be closed
নায়ক নায়িকা ভোট প্রচারে ব্যস্ত। নিজস্ব চিত্র

একদিকে সেলিব্রেটিরা প্রচারে ব্যস্ত।অন্যদিকে ভালো বই না আসাই মার খাচ্ছে বলে দাবি মালিক কর্তৃপক্ষের। সব অবসান কাটিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর আশায় সিনেমা হল মালিকরা। বুথে বুথে কর্মব্যস্ত সব রাজনৈতিক দল।আর জনসাধারণ যে সিনেমা মুখি হচ্ছেনা, তা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here