নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত প্রৌঢ়া লক্ষ্মীপ্রিয়া জানার (৭০) মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের দিঘাপুখুর এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ বাড়ির উঠোনের কাছে জল সরবরাহের মিনির কারেন্টের লাইনে শক লাগে।যদিও বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মৃতার কন্যা কবিতা সামন্ত।তিনি বার্ধক্যজনিত রোগ হতে পারে বলেও নিউজফ্রন্ট প্রতিনিধির কাছে সন্দেহ প্রকাশ করেন।
অপর দিকে এই মৃত্যু ঘিরে ক্ষুব্ধ এলাকাবাসী তারা মৃতার কন্যা কবিতার অবৈধ সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন।প্রসঙ্গত বছর চারেক আগে একইভাবে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায় কবিতা দেবী স্বামী তথা মৃতার জামাই বলাই সামন্ত।একইসাথে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেআইনি কারেন্ট চুরি করছিল ও জল সরবরাহের মিনি চালাচ্ছিল।
আরও পড়ুনঃ অব্যাহত হাতির হানা,ক্ষতিগ্রস্ত ফসল
বাড়ির চারপাশে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যুতের সরঞ্জাম।স্থানীয়দের অভিযোগ ওই বাড়ি থেকে বিদ্যুতের চুরি করছিল ব্লকের কারেন্টের যন্ত্রপাতির কনট্রাক্টর গৌরীশঙ্কর প্রধান।আর গৌরীশঙ্কর প্রধানের সাথেই কবিতা দেবীর অবৈধ সম্পর্ক আছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে।বার্ধক্যজনিত কারণে মৃত্যু নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তদন্তে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584