সুদীপ পাল,বর্ধমানঃ
বাঁ হাতের আঙুল প্রায় অকেজো। তাই আধার কার্ড হচ্ছে না আউসগ্রাম ২ ভাতকুন্ডার বাসিন্দা দীপালী বাগদীর। সরকারী ও বেসরকারি আধার কার্ডের শিবির ও কেন্দ্রে একাধিকবার গিয়েছিলেন দীপালী দেবী। কিন্তু প্রতিবারই ফিরতে হয় তাঁকে। কারণ, আধার কার্ডের জন্য হাতের আঙুলের ছাপ লাগে। কিন্তু দীপালীদেবীর হাতের সমস্যা থাকায় আঙুলের ছাপ কোনভাবেই স্পষ্ট আসছে না।
ফলে আধার কার্ড বা নম্বর কোনটিই পাচ্ছেন না দীপালী দেবী। বন থেকে শাল পাতা সংগ্রহ করে সে পাতা বুনে কোন রকমে সংসার চালান দীপালীদেবী। পরিবারে নেই অন্য সদস্য। তাই প্রবল আর্থিক অনটনে তিনি কোন রকমে জীবন নির্বাহ করেন। দীপালীদেবীর এক প্রতিবেশী জানান, হাতের সমস্যা থাকায় আধার কার্ড হচ্ছে না। প্রতিবেশীদের তরফ থেকে বেশ কয়েকবার নিয়ে যাওয়া হয়েছিল বেসরকারি আধারকেন্দ্রগুলিতে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। তাছাড়া হাতের সমস্যা থাকায় শালপাতার থালা তৈরির হারও খুবই কম। ফলে উপার্জন খুবই স্বল্প। প্রতিবেশীদের তরফ থেকে দীপালীদেবীকে বিপিএল তালিকাভুক্তকরণের জন্য আবেদনও করা হয় স্থানীয় প্রশাসনের কাছে বলে জানা গেছে। স্থানীয় বিজেপি নেতা স্মৃতিকান্ত মন্ডল বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584