শ্যামল রায় বর্ধমান:
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার
সমুদ্রগড় বসাকপাড়ায় কেবা তাদের রেখে যাওয়া বাড়িতে বোমা ফেটে আহত হলেন এক বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বোমা ফেটে আহত পিতার নাম ঊষারাণী বসাক।
মারাত্মকভাবে জখম ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।
আরও জানা গিয়েছে যে নাদন ঘাট থানার পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে বলে প্রাথমিক খবর।
বোমায় আহত এবং বেশ কিছু তাজা বোমা উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক মহলে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।
কয়েকদিন আগেই সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকুর আলী শেখ ও তাঁর সহকর্মী বাপন শেখকে দলীয় কোন্দলের জেরে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার হলো পূর্বস্থলী 1 নম্বর ব্লকের অধীন সমুদ্রগড়।
এর আগেও সমুদ্রগড় coda না পারায় নানান ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের কাছে খবর যা আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় ভিড় অশান্তি পাকানোর একটা চক্রান্ত করছে দুষ্কৃতীরা সেই ফলশ্রুতি হিসেবে বোমা তৈরি করে রাখা হয়েছিল ওই বাড়িতে বলে এমনটাই ধারণা পুলিশের তদন্তে।
তবে নাদানঘাট থানা সূত্রে জানা গিয়েছে যে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং দুষ্কৃতীদের কারবার বন্ধ করার জন্য পুলিশ টহল দেওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584