নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
মনে পড়ে সেই গানগুলো? তোমার ডাকে সাড়া দিতে বয়েই গেছে, চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই, বলছি তোমার কানে কানে আমার তুমি কিংবা সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল- শোনা হয় এখন সেদিনের সেই মেলোডিয়াস গানগুলো? এবার আরও একবার শোনার পালা। কারণ এই সব শ্রুতিমধুর গানে সমৃদ্ধ ছবি গুলি আগামী সপ্তাহে হাজির হতে চলেছে আকাশ আট-এ।
আকাশ আটের দুপুরের মেগা মুভিতে আসছে দাদার কীর্তি, অমরসঙ্গী, আমার তুমি, ধন্যি মেয়ে, তিন মূর্তি।২৭ এপ্রিল থেকে ৩ মে দুপুর ২ঃ০৫-এ দেখুন ছবিগুলি।
আরও পড়ুনঃ করোনা উপশমে ট্রাম্প টোটকা সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক
আজকের এই থমকে যাওয়া সময়ে সকলেই আমরা বড় ক্লান্ত। নিউজ চ্যানেল খুললেই মৃত্যুমিছিল আমাদের করে তোলে ভীত সন্ত্রস্ত। আমরা ভয় পাই, পাছে না আমাদেরও এই দিন করোনার কারণে দেখতে হয় খুব তাড়াতাড়ি।
মনোবিদরা বলছেন মন ভাল রাখার চেষ্টা করুন, দিনরাত মৃত্যুর খবর না দেখে বই পড়ুন, সিনেমা দেখুন। সেই জায়গায় দাঁড়িয়ে আকাশ আটের এই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584