নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ
শুরু হল দুর্গাপুজো।স্বপ্নাদেশের জন্যই হারি বাড়ির দুর্গাপুজো কে ঘিরে ভক্তি রসের বান ডাকে।জনসমাগম এর বন্যা বয়ে যায়।মহা অষ্টমীর সন্ধিক্ষণে বলিদান ও আরতি দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে এখনো।এলাকার বাসিন্দা পিন্টু সাহা ও জয়ন্ত দাস জানিয়েছেন এক সময় মহা অষ্টমীর সন্ধিক্ষণে বর্ধমান শহরের সর্বমঙ্গলা বাড়িতে কামান দেগে বলিদান হতো সেই শব্দ ধরে মাঠে মাঠে হাক ধরে এই কাটোয়ার হাড়িবারির মহাষ্টমীতে বলিদান হত।এখন আর কামান দাগা হয়না তাই ঘড়ির সময় ধরে বলিদান প্রথা আজও চালু আছে।
এই হারি বাড়ির পুজো ঘিরে কাটোয়ার সাবেক পুজো গুলি হল মল্লিক বাড়ির পুজো মুহুরী বাড়ির পুজো দাস বাড়ি তাঁতি বাড়ি প্রভৃতি শহরের পুজো গুলো এখনও দর্শকদের মন টানে এবং আকর্ষণীয় দূর্গ পূজো গুলির মধ্যে অন্যতম।কাটোয়ার দূর্গা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে এবারও বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে মহকুমা পুলিশ প্রশাসন ও পুরসভার তরফ থেকে।নিষিদ্ধ করা হয়েছে ডিজে বাজানো ও চাঁদার জুলুম।কোন রকম বিধিনিষেধ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মহকুমাশাসক সৌমেন পাল,এছাড়াও বড় বড় বাজেটের দূর্গ পূজা মন্ডপ গুলোতে সিসিটিভি বসানো হয়েছে।স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন বাঙালির শ্রেষ্ঠ দূর্গা উৎসব ঘিরে কোনরকম শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা লক্ষ্য রাখবেন।
আরও পড়ুনঃ পাঁচ হাজার মানুষের ভোজন ও বস্ত্র বিতরণের অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584