সুরজ আলি খান,পূর্ব বর্ধমান, মাধবডিহি : ২৪ এপ্রিল:
বিজ্ঞানের এত অগ্রগতির যুগেও ডাইন অপবাদে খুন হতে হয়। ডাইন অপবাদে একই পরিবারের দু’জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ওই দেহ দু’টিকে প্রথমে ঘটনাস্থলের কাছেই পুঁতে দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও দেহ উদ্ধার করতে পারেনি। পরে বিডিও এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে দেহ দুটির সন্ধান পায়নি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে দামোদরের চরে মৃতদেহ দু’টিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভোটের মুখে এই ঘটনার জেরে অস্বস্তির মুখে পড়েছে জেলা তৃণমূল। এই ঘটনা নিয়ে জেলা তৃণমূলের নেতারা কার্যত মুখে কুলুপ এঁটেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতেরা হলেন বাঁকু ওরফে মাকু বাস্কে (৬৫) ও তাঁর ভাই মঙ্গলা মান্ডি (৬০)। তাঁরা থাকতেন মাধবডিহি থানার আড়ুই গ্রাম পঞ্চায়েতের নেওড় গ্রামের দিঘীরপাড় আদিবাসী পাড়ায়। সোমবার রাত আটটা নাগাদ তাঁদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান পরিচিতরা। তারপর ফাঁকা মাঠে ৪০-৫০ জন মিলে পিটিয়ে তাঁদেরকে খুন করা হয়। তারপর ওই মাঠেরই একটি জায়গাতে পুঁতে রাখা হয়েছিল। সেই খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ দফায় দফায় গ্রামে যান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে তাঁরা ফিরে আসেন। এরপর রায়না ২ বিডিও বিপ্রমান মজুমদার গভীর রাতে ঘটনাস্থলে গেলে তিনিও স্থানীয় বাসিন্দাদের কাছে তাড়া খেয়ে ফিরে আসেন। যদিও বিডিও বলেন, “গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা মুখ খুলতে চাননি। সে জন্য পুলিশকে তদন্ত করতে বলেছি।”
ওই এলাকায় ৮০ ঘর আদিবাসী পরিবারের বসবাস। মৃতদের ভাইপো বিশু মান্ডির স্ত্রী রেখাদেবী গত ৬ মাস ধরে শারীরীক সমস্যায় ভুগছেন। তাঁকে নিয়ে একটি ট্রাক্টরে করে পরিজন ও পড়শিরা জামালপুরের রুক্মিনিতলার এক ওঝার কাছে গিয়েছিল। জানা যায়, ওই ওঝা নাকি মাকু বাস্কে ও মঙ্গলা মান্ডি কে ডাইন অপবাদ দেয়। ওই দু’জনের জন্যেই রেখাদেবীর শরীর ভাল যাচ্ছে না বলে ওঝা জানায়। এরপর সন্ধে সাড়ে ৭টা নাগাদ গ্রামে ফিরে আসেন। সবাই বাড়ি চলে যান। মৃতদের আরেক ভাইপো গুরুপদ মান্ডির দাবি, “গ্রামে বিষয়টি ছড়িয়ে যাওয়ার পরে কয়েকজন মিলে কাকা ও পিসিকে ডেকে নিয়ে যায়। তারপর ডাইন অপবাদে পিটিয়ে মারা হয়। আমরা কয়েকজন প্রতিবাদ করলে আমাদের ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে আটকে রাখা হয়েছিল।” মৃত মাকু বাস্কের সৎ ছেলে শিবু বাস্কে এই ঘটনায় ১৮জনের নামে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন। মাধবডিহি থানার পুলিশ বলছে তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584