বর্ধমান জেলা জুড়ে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাড়ে সাত কোটি টাকার রাস্তার কাজ শুরু 

0
205

শ্যামল রায় বর্ধমান:শনিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অধীন দুটি নতুন ঢালাই রাস্তা উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিমল দিলীপ মল্লিক স্থানীয় প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।
নতুন রাস্তার উদ্বোধনকালে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে উন্নয়নের নিরিখে মানুষের একমাত্র ভরসা তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ উন্নয়ন নিয়ে কোনোরকমগড়িমসিনয় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নের কাজ শেষ করার কথা তিনি বারবার বলে আসছেন তাই আমরা এই নতুন দুটি রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পেরে ভাল লাগছে। এদিন বক পুর গ্রাম পঞ্চায়েতের  জাকর থেকে বকুল তলা  ও বর্ধমান নাদন ঘাট রোড এ বৈধর পর্যন্ত  ঢালাই রাস্তার উদ্বোধন হলো।
জানা গিয়েছে দুটি ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হয়েছে বাহাততর লক্ষ টাকা।
আরও জানা গিয়েছে যে আগামীকাল প্রায় দু’কোটি টাকার নতুন রাস্তার শিলান্যাস করবেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটি হবে।ব্লকের সাতটি গ্রাম পন্ডিত এর মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েতের বহু দিনের পড়ে থাকা পুরনো রাস্তা নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে শীঘ্রই।ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের অধীন অনেকগুলো ঢালাই রাস্তা তৈরি করতে ব্যয় হবে প্রায় 2 কোটি টাকা।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাড়ে সাত কোটি টাকার টেন্ডার থেকে কাজ শুরু করল জেলা পরিষদ।

এরমধ্যে দশটি রাস্তা এবং মেমারি 2 ব্লকের সাতগাছিয়া বাজার  কমপ্লেক্সে বৈদ্যুতিকরণ এর কাজ ও হাতে নিয়েছে জেলা পরিষদ‌।ভোটের আগেই এই সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে যুদ্ধকালীন তৎপরতায় এমনটাই জানিয়েছেন জেলা পরিষদ এর পূর্ত দফতরের কর্মদক্ষ বাগবুল ইসলাম।তিনি আরও জানিয়েছেন যে রায়না 2 নম্বর ব্লকে কামারহাটি লাইব্রেরী থেকেকোনারপুর পর্যন্ত রাস্তা সংস্কার হবে এজন্য খরচ ধরা হয়েছে এক কোটি তেতিরিশ লাখ একচললিশ হাজার টাকা।এছাড়াও প্রায় 42 লক্ষ টাকা ব্যয়ে মন্তেশ্বর ব্লক এর ময়নাম পুর থেকে কাটসিহি পর্যন্ত রাস্তার কাজ হবে।পূর্বস্থলী এক  ব্লকের অধীন মথুরহাটিথেকে কাচুয়া মোড় পর্যন্ত রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে প্রায় সততর লক্ষ টাকা।
এছাড়াও দীর্ঘ গ্রামের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় তেতিরিশ লক্ষ টাকা।
পূর্ব স্থলী 2 নম্বর ব্লকের হল্ট স্টেশন থেকে তামাঘাটা পর্যন্ত রাস্তার দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয়েছে এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় পয়তাললিশ লক্ষ টাকা।কেতুগ্রাম 2 নম্বর ব্লকে ভুলকুরি রোডরসুই ছোট মালিয়া  থেকে খাটুন্দী পর্যন্ত রাস্তার কাজ হবে বরাদ্দ হয়েছে প্রায় একষটঠি লক্ষ টাকা।আউসগ্রাম এক নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের অধীন বিলল গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পালপাড়া মোড় ভায়া বেলড়ি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় পয়ষটটিকোটি টাকা।আউশ গ্রাম 2 নম্বর ব্লকের মানকর কেনেল পুল থেকে প্রতাপপুর পর্যন্ত রাস্তার কাজ হবে এর জন্য বরাদ্দ হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা।মন্তেশ্বর ব্লগে মঙ্গল পুর বাসইসটান থেকে বড়াইগ্রাম পর্যন্ত রাস্তার কাজ হাতে নেয়া হয়েছে বরাদ্দ হয়েছে প্রায় তেপানন লক্ষ টাকা।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অধীনে চারটি রাস্তা তৈরি হবে আর জেলা পরিষদের এক্তিয়ারে রয়েছে একশো বারোটি নতুন রাস্তা এছাড়াও আর  ডি এপ এর চারটি নতুন রাস্তার কাজ হবে। পঞ্চায়েত ভোট সামনে বলে রাস্তা সংস্কার হচ্ছে তা নয় আমরা প্রতিনিয়ত টাকা বরাদ্দ হলেই আমরা বকেয়া কাজগুলো শেষ করার কাজে লাগাচ্ছি আশা করব খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হয়ে যাবে‌। ভোট আসছে বলে তড়িঘড়ি রাস্তার কাজ তার ভাবলে ভুল হবে আমরা সারা বছরই সবসময় আমাদের প্রচুর উন্নয়নমুখী কাজ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here