নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
খনন কাজ চলছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এমন সময়ই উদ্ধার হল দশম শতাব্দীর প্রাচীন মন্দিরের কাঠামো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খননকার্যের সময় এই কাঠামো উদ্ধার হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ লিঙ্গরাজ মন্দিরের একামড়া ক্ষেত্রটিতে (মন্দির বেষ্টিত ভুবনেশ্বরের পুরনো এলাকা) সৌন্দর্যায়নের কাজ করছে।
সেখানেই খননের কাজ করতে গিয়ে দশম শতাব্দীর মন্দিরের ধ্বংসাবশেষের হদিশ পাওয়া গিয়েছে। খননকালে একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছ। প্রত্নতাত্ত্বিক বিভাগ বলছে, পুরো মন্দিরটি পঞ্চায়েতী মডেলে নির্মিত হয়েছিল, যেখানে মূল মন্দিরটি চারদিক থেকে সহায়ক বা ছোট ছোট মন্দির দ্বারা বেষ্টিত।
এখনও পর্যন্ত তিনটি মন্দিরের হদিশ পাওয়া গেলেও আরও একটি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এটাও অনুমান যে মন্দিরগুলো সোম রাজবংশের শাসনকালের তৈরি।খননকাজের সময় কয়েকটি প্রচীন মন্দিরের দেওয়ালের কিছু অংশ পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ লালকেল্লা ঘটনায় চিহ্নিত পাঞ্জাবের পাঁচ দাগী অপরাধী, দাবি পুলিশের
যার উপর খোদাই রয়েছে ভাস্কর্য। প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করায় উদ্ধার হওয়া মন্দির বা ভাস্কর্যগুলির খুব বেশি ক্ষতি হয়নি। প্রাচীন মন্দিরের হদিশ মেলায় লিঙ্গরাজ মন্দির এলাকায় হইচই শুরু হয়েছে।
ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে চিঠি লিখে উদ্ধার হওয়া দশম শতাব্দীর প্রচীন মন্দির সংরক্ষণের কাজে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584