নিজস্ব সংবাদদাতা, কান্দি, ৮ ডিসেম্বরঃ-
মানসিক অবসাদের জেরে গলাই গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার বড্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম অন্নপূর্ণা বায়েন (৮৭)। বড়ঞার বড্ডা গ্রামেই তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ। মানসিক অবসাদের জেরেই ওই বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে পরিবারের লোকেরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584