১২ই নভেম্বর বড়পর্দায় আসছে অল্প হলেও সত্যি

0
81

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। সেইসময় ওটিটিই ছিল সিনেমাপ্রেমীদের একমাত্র ভরসা। বেশ কয়েকটি প্রযোজনা সংস্থা তখন ছবি মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি এবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সমস্ত কোভিড প্রোটোকল মেনে খুলেছে সিনেমা হলগুলিও। তাই আবার প্রযোজক ও পরিচালকরা ওটিটির বদলে সিনেমা হলকেই ছবি মুক্তির আদর্শ স্থান হিসাবে বেছে নিচ্ছেন। এমনই এক পরিচালক হলেন সৌম্যজিৎ আদক।

Olpo holeo sotti

শুরুতে সৌমজিত ওয়েবের জন্য ভাবলেও বড় পর্দার ম্যাজিক তাঁকে হল রিলিজের ভাবনা এনে দিয়েছে। তাই এবার নতুন ছবি নিয়ে দর্শকের দরবারে হাজির হতে চলেছেন তিনি। ছবির নাম ‘অল্প হলেও সত্যি’। আগামী ১২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ছবিটি।

শহর এগিয়ে চলে নিজের মতো করে। সময়ের স্রোতে ভালোবাসার মানুষরাও অনেক দূরে চলে যেতে থাকে, তাঁদের আটকানো যায় না। কিন্তু এটা অল্প হলেও সত্যি। তাই যাঁরা দূরে চলে গেছে, তাঁদেরকেই বারবার কাছে পেতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, ভুল স্বীকার করে প্রথম থেকে আবার শুরু করতে ইচ্ছা করে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘অল্প হলেও সত্যি’-র ট্রেলারে উঠে এসেছিল এমনই এক সহজ স্বীকারোক্তি। যা ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মনে একটা কৌতূহল তৈরি করেছে।

আরও পড়ুনঃ এ বছর অস্কার মনোনয়নে ভারতের ‘কুড়ঙ্গল’

ছবির গল্পে ভালোবাসার মায়াজালে জড়িয়ে রয়েছে চার চরিত্র। ছবিতে এই চার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু, সৃজনী মিত্র-কে। রূপ প্রোডাকশন এর ব্যানারে, অঙ্কিত দাস ও সুরেশ তোলানির হাত ধরেই আসছে সৌমজিৎ আদকের প্রথম ছবি ‘অল্প হলেও সত্যি’। সবকিছু ঠিক থাকলে রূপ প্রোডাকশনের ব্যানারে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here