ওমের ওয়েবে পা, সঙ্গী ঊষসী রায়

0
369

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রথমবার ওয়েব সিরিজে পা রাখছেন ওম সাহানি। এই মুহূর্তে ডান্স বাংলা ডান্স-এ তাঁর সক্রিয় ভূমিকা দেখছে দর্শক। তার ফাঁকেই ডেবিউ করছেন ওয়েবে৷ তাঁর সঙ্গী হচ্ছেন ঊষসী রায়।

Om Sahani
ওম সাহানি

জানা গিয়েছে ‘ডিজিপ্লেক্স’-এর হাত ধরে আসছে ওয়েব সিরিজ ‘নিশাচর’। পরিচালক সুব্রত গুহ রায়। কদিন পর থেকেই শুরু হতে চলেছে শুটিং। সুব্রত নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এবার এলেন পরিচালনায়।

Ushasi Ray
ঊষসী রায়

রায়া নামের এক তরুণী ভালোবাসে কাউন্ট ড্রাকুলার সিনেমা দেখতে৷ ভয় পেলেও দেখে। নিজের জীবনেও সেই সব ভয়ের প্রতিফলন দেখতে পায় সে। যাদের সঙ্গে রায়ার মনোমালিন্য হয় তারাই আশ্চর্যজনকভাবে খুন হয়ে যায়। তদন্তে নামে ইনভেস্টিগেটিভ অফিসার অংশুমান। সে রায়াকেই সব ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করে। আবার খুনিও রায়াকে তাক করে।

আরও পড়ুনঃ ‘মন ফাগুন’-এর মজাদার ভার্চুয়াল আড্ডায় কালিম্পং থেকে হাজির সৃজলা-শন-গীতশ্রী

রায়ার কী হবে এরপর? সময় বলবে সেই কথা। রায়ার চরিত্রে ঊষসী রায়, অংশুমানের চরিত্রে ওম। এ ছাড়াও আছেন তরঙ্গ সরকার, সন্দীপ ভট্টাচার্য সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here