আত্মীয় বিয়োগে ওমর আব্দুল্লাহর ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
38

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

সোমবার ন্যাশনাল কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর নিকটাত্মীয়ের (আঙ্কেলের) মৃত্যুতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৎকারের সময় ওমর আব্দুল্লাহর ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার আহ্বানের প্রশংসা করলেন।

রবিবার রাত্রে ওমর আব্দুল্লাহ এক টুইট বার্তায় জানান যে তাঁর আঙ্কেল মোহাম্মদ আলী মাট্টো অসুস্থতার  পর মৃত্যুবরণ করেছেন । তিনি আরও আবেদন করেন যে এই কঠিন সময়ে তাঁর পরিবারের তরফ থেকে আবেদন করা হচ্ছে যে মানুষজন যেন আইন মেনে তাঁদের বাড়িতে ও কবরস্থানেও সামাজিক দূরত্ব বজায় রাখে। বাড়ি থেকে প্রার্থনাই তাঁর আঙ্কেলের আত্মাকে শান্তি দেবে।

এর প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সমবেদনা জানিয়ে টুইট বার্তায় লেখেন, “এই দুঃখের সময় আপনার এই সামাজিক দূরত্বের বার্তা ভারতবর্ষের COVID19 এর বিরুদ্ধে লড়াইকে আরো শক্তিশালী করে তুলবে”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here