নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শারদ উৎসবের আগেই এ এক অন্য শারদোৎসব!পৃথিবীর আদিম জনজাতি টোটোদের বর্ষবরণ শুরু হয়েছে শনিবার। তার আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ‘ওমচু’ পুজো। চারদিন এই পুজোর পর শুক্রবার ওমচু পুজোর বিভিন্ন রীতি নীতি শেষ হয়। শনিবার থেকে শুরু হয়েছে বর্ষবরণ।
এই উপলক্ষে উচ্ছ্বাস শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ভুটান পাহাড়ের কোলে টোটোদের গ্রাম টোটোপাড়াতে। ভারতে একমাত্র এই টোটো পাড়াতেই সঙ্গবদ্ধভাবে পৃথিবীর আদিম জনজাতি টোটোরা বসবাস করেন। মুলত এই ‘ওমচু পুজো’ ই ইঙ্গিত দেয় বর্ষা শেষের। ‘ওমচু পুজো’ র উনিশ দিন পর টোটোপাড়াতে হবে ‘মায়ু পুজো’ আর তার পরেই নানা বিধিনিষেধ থেকে মুক্ত হবেন টোটোরা।
‘ওমচু পুজোর’ চারদিন মূলত পাহাড়, নদী নালা, গাছ প্রকৃতিকে পুজো করেন টোটোরা। টোটো পাড়ায় টোটোদের ধর্মীয় স্থান ‘ দেমশা’তে এই কয়দিন টোটোদের ভিড় লেগেই থাকে। দেমশাতে যত্ন করে রাখা দুই ঢোল সাইঞ্জা ও ঈশপাকেও এই সময় বিয়ে দেওয়া হয়। এই দুই ঢোল টোটোদের দেব ও দেবী। টোটোরা মূর্তি পুজোয় বিশ্বাস করেন না।
বৃহস্পতিবার টোটোদের ঘরে ঘরে মুরগি ও মোরগের বলি হয়েছে। ভাত আর মুরগির মাংসের টুকরো আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি বিলি হয়েছে।টোটোপাড়ার ভবেশ টোটো বলেন, ” ধান, মারুয়া লাগানো শেষ। ওমচুতে আমরা পাহাড়, নদী, বাতাস, সূর্য, গাছ সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের পুজো করি।
আরও পড়ুনঃ সবুজায়নের লক্ষ্যে রামনগরে বৃক্ষরোপণ
টানা চার দিন দুর্গা পুজোর মতোই ওমচু পুজোতে আমাদের চারদিনের নানান রীতি নীতি ও উপাচার রয়েছে। এ যেন অন্য এক শারদ উৎসব।” ‘ওমচু পুজো ‘উপলক্ষে গত কয়েকদিনে টোটোপাড়ার বেশ কয়েকটি রাস্তার নামকরণ করা হয়েছে। টোটোদের নামে সেই সব রাস্তার নামকরণ করা হয়েছে। ফলে সব মিলিয়ে এখন উৎসব মুখর টোটো পাড়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584