শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
মদ্যপ অবস্থায় রাস্তায় বেহুঁশভাবে পরে পুলিশ কর্মী।গায়ে খাঁকি পোশাক,নেশাগ্রস্থ পুলিশের এমন অবস্থায়,নিন্দার ঝড় বালুরঘাট শহরে।
জানাগেছে,বালুরঘাট থানায় কর্মরত পুলিশ কর্মীর নাম সুজিত চক্রবর্তী।শনিবার রাতে বালুরঘাট শহরের জোড়া ব্রীজ সংলগ্ন শৌচালয়ের পাশে মদ্যপ অবস্থায় পরে থাকতে দেখা যায় তাকে।
স্থানীয়রা এক দু’বার তুলে বাড়ি পাঠানোর চেষ্টা করেছিল তাকে। তবে লাভ হয়নি।নেশায় মত্ত ওই পুলিশ কনস্টেবলের উঠে বসার ক্ষমতাটুকু ছিলো না প্রথমে।খবর পেয়ে সংবাদ মাধ্যম পৌঁছতেই হুঁশ ফেরে খানিকটা। তবে উঠতে গিয়ে ফের পরে যান তিনি।নাকে খানিকটা চোট পেতে রক্তও বের হয়।বিষয়টি জানাজানি হতেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ।
এদিকে থানা থেকে পুলিশ আসার খবর কানে পৌঁছাতেই পাশের দোকানে থাকা সাইকেল নিয়ে পালাতে উদ্যত হন তিনি।তবে কল্যাণীঘাটের রাস্তা থেকে সুজিত বাবুকে উদ্ধার করে নিয়ে যায় বালুরঘাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ বাইক দুর্ঘটনায় একজন নিহত সহ আহত আরও একজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584