সুদীপ পাল বর্ধমান
ব্যাপক ভিড়ে শেষ হলো পূর্ব বর্ধমানের মানকরের বিদ্যাসাগর মেলা। গতকাল বিদ্যাসাগর মেলার ছিল শেষ দিন ছিল।সেই উপলক্ষে ব্যাপক ভিড় দেখা যায় মেলা চত্ব। যা দেখে খুশি আয়োজক থেকে শুরু করে দোকানদার সবাই। মানকর উচ্চ বিদ্যালয়ের কথামালা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়েছিল। এক সপ্তাহ ধরে মেলা চলার পর গতকাল তা সমাপ্ত হল। মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়, এ বছরে মেলা পনেরো বছরে পা রেখেছিল।বিদ্যাসাগর মেলাকে কেন্দ্র করে বইমেলারও আয়োজন হয়েছিল। মেলা প্রাঙ্গণে বসে আঁকো , কুইজ, নৃত্য, প্রতিযোগিতাও আয়োজন করেছিল মেলা কর্তৃপক্ষ। মানকর স্টেশন বাজারের ব্যবসায়ী তুষার পাল বলেন, ‘মানকরের এই মেলা ঐতিহ্যপূর্ণ। শুধুমাত্র মানকর নয় আশপাশ থেকে জামতারা, পাঁচমৌলি এমনকি পানাগড়, দুর্গাপুর থেকেও এই মেলা দেখতে মানুষ ভিড় করেন। প্রত্যেক বছরের মত এবছরও প্রচুর মানুষের সমাগম হয়েছে। তবে সাধারণ মেলা থেকে এই মেলা আলাদা তার কারণ এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেকদিনই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা দেখতে প্রচুর মানুষ আগ্রহী এবং উৎসাহী ছিলেন।’
মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়, বিদ্যাসাগর এই মানকরে এসেছিলেন। তিনি দীর্ঘদিন এখানে বসবাস করে মানকরের শিক্ষাকে এবং সংস্কৃতিকে নতুন রূপদানের চেষ্টা করেন। তাঁর সেই অবদানকে স্মরণ করে মানকর উচ্চ বিদ্যালয় তাঁর আবক্ষ মূর্তি রয়েছে এবং এই মেলাটিও তাঁর নামে করে তাঁকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হয়।
বই বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেল, অন্যান্য বছরের তুলনায় এ বছর এর বই বিক্রির হার ভালো। তবে শেষ দিনে বিক্রির হার সব থেকে বেশি।
আরও পড়ুন: দুই নাবালকের দ্বারা ধর্ষিত নাবালিকা ছাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584