প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ দিনাজপুরে সরকারি প্রকল্পের প্রচার

0
91

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

On the Republic Day public sector publicity in southern Dinajpur
নিজস্ব চিত্র

কুচকাওয়াজে ও ব্যান্ডের আওয়াজে মহাসাড়ম্বরে সারা দেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সম্মিলিত বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম মহিলা জেলা শাসক দীপাপ প্রিয়া পাল রাজ।

আরও পড়ুন: ঐতিহাসিক ব্যারাক স্কোয়ারে জমজমাট প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান

On the Republic Day public sector publicity in southern Dinajpur
নিজস্ব চিত্র

এদিন বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ বাহিনী, পুলিশ ব্যান্ড, স্কুল কলেজের এন.সি.সি ট্রুপ, সিভিল ডিফেন্স-এর ট্রুপ। এদিন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করা এন.সি.সি ট্রুপগুলির কম্যান্ডারের প্যারেড সালামি দেগা… সালামি সস্ত্র…এর নির্দেশে এন.সি.সি ক্যাডেটদের অভিবাদন জ্ঞাপন দেখে মুগ্ধ উপস্থিত সাধারণ মানুষ।

On the Republic Day public sector publicity in southern Dinajpur
নিজস্ব চিত্র

কুচকাওয়াজের পাশাপাশি এদিন বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠান সেফ ড্রাইভ-সেভ লাইফ, এম.জি.এন.আর.ই.জি.এ, সবুজশ্রী প্রকল্প, সমব্যাথী প্রভৃতি প্রকল্পগুলিকে ট্যাবলোতে প্রদর্শনীর মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে। এদিনের এই প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধিক্ষক নগেন্দ্রনাথ ত্রিপাঠী, দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সাংস্কৃতিক আধিকারিক শান্তুনু চক্রবর্তী। গগন চুম্বন এদিন উত্তোলিত রাস্ট্রীয় ধ্বজ নীলাকাশ চুম্বন করতেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে নাগাল্যান্ডর সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের মন যেন নীরবে একে অপরকে একটাই বার্তা প্রদান করছিল-‘সারে জাহাসে আচ্ছা…এ হিন্দুস্তা হামারা…’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here