পথ নিরাপত্তা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী জনসভার পথে

0
88

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the election promoting with life risk
নিজস্ব চিত্র

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জন সভায় যোগ দিতে যাওয়ার পথের চিত্র।যে ছবিতে দেখা যাচ্ছে মানা হচ্ছে না পথ নিরাপত্তার সাধারণ নিয়ম কানুন,যা হয়ত ডেকে আনতে ভয়াবহ বিপদ।

the election promoting with life risk
নিজস্ব চিত্র

আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কান্দীর মোহনবাগান মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অল্প বয়সী অংশগ্রহণকারীদের ঝুঁকির যাত্রা এই ছবি ধরা পড়ল নিউজফ্রন্টের সাংবাদিকের ক্যামেরায়।

the election promoting with life risk
ঝুঁকির যাত্রা।নিজস্ব চিত্র

দেখা যাচ্ছে,বাসের ছাদের উপর চলন্ত বাসেই ছেলেরা দাঁড়িয়ে হাত নাড়ছে রাস্তার পাশের জনতাকে উদ্দেশ্য করে,কখনও আবার দলীয় পতকা ওড়াচ্ছে।একদিকে চলন্ত বাস,মাথার উপর বিদ্যুৎ পরিবাহী তার,গাছের ডাল।জীবনের ঝুঁকি নিয়ে এযাত্রায় নীরব প্রশাসনও।

আরও পড়ুনঃ কংগ্রেস গটআপ ম্যাচ খেলছে,সেই কারণে বিজেপি শক্তিশালী হয়েছে,ইটাহারের নির্বাচনী জনসভায় মমতা

এর পূর্বে হেলমেট ছাড়াই বাইক র‍্যালি দেখা গেছে প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই।এমনকি রায়গঞ্জ লোকসভার তৃণমূল মনোনীত প্রার্থী কানাইয়ালাল আগারওয়ালকে হেলমেটহীন বাইক আরোহনের খবর নিউজফ্রন্ট প্রকাশ করেছিল।মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামল হালদার হেলমেট বাইক মিছিল উচিৎ নয় স্বীকার করেও বলেন,ধীর গতিতে চলছিল,ফলে জীবনের ঝুঁকির প্রশ্ন নেই।

নির্বাচনকে ঘিরে দলীয় প্রচারে কর্মী সমর্থকদের উন্মাদনা স্বাভাবিক।কিন্তু সেই উন্মাদনায় জীবনের ঝুঁকি নিয়ে সচেতন হওয়া উচিৎ প্রতিটি রাজনৈতিক দলেরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here