২ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে ধৃত কেরালার চিটফান্ড সংস্থার মালিক

0
64

ওয়েব ডেস্ক, কেরলাঃ

পপুলার ফিনান্স নামে কেরালার এক ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ২ হাজার কোটি টাকা প্রতারণার। পুলিশ গ্রেপ্তার করেছে কোম্পানির মালিক থমাস ড্যানিয়েল রায় ও তাঁর স্ত্রী প্রভা কে ; যিনি কোম্পানির অংশীদারও বটে। প্রায় ২০০ জন প্রতারিত অভিযোগ করেছিলেন এই কোম্পানির বিরুদ্ধে।

Popular Finance | newsfront.co
প্রতীকী চিত্র

মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন বলেন, পুলিশ প্রথমে লুক আউট নোটিশ জারি করেছিল পপুলার ফিনানসের সব ডিরেক্টর এবং অংশীদারদের বিরুদ্ধে। তারপরেই চাঙ্গানাসারি থেকে গ্রেপ্তার হন সংস্থার মালিক ড্যানিয়েল থমাস ও তার স্ত্রী প্রভা।

আরও পড়ুনঃ প্রণামীতে ভাটা, সুদের টাকাতেই চলবে তিরুপতি মন্দির

সাউথ জোন আইজি হার্ষিতা আত্তালুরি এই তদন্তের তত্বাবধান করবেন। কিছু বৈদেশিক যোগাযোগ পাওয়া গেছে সে কারণে ইন্টারপোলের সাহায্য ও চেয়েছে কেরল পুলিশ। ড্যানিয়েল দম্পতির দুই কন্যাকেও কাল দিল্লি এয়ারপোর্ট থেকে পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে, তারা চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার।

আরও পড়ুনঃ বিশ্বের আড়াই কোটি মানুষ করোনা আক্রান্ত

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পপুলার ফিনানসের হেড অফিস পাথানামিথিতা জেলায়; এখান থেকে গোল্ড লোনের ব্যবসা চালানো হতো ১৯৬৫ সাল থেকে। ২৮৪ টি শাখা অফিসের মাধ্যমে প্রতারণা চক্রের জাল বিস্তৃত আরও পাঁচ রাজ্যে।

কেরল পুলিশের বক্তব্য অনুযায়ী অন্তত ১৫০০ আমানতকারী এই কোম্পানিতে টাকা দিয়েছিলেন। ইতিমধ্যে বহু আমানতকারী পপুলার ফিনানসের বিভিন্ন অফিসের সামনে ধর্ণায় বসেছেন তাঁদের টাকা ফিরে পাওয়ার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here