রাজ্য সরকারের বিরুদ্ধে আবার বিস্ফোরক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ

0
372

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আয়ের সাথে সঙ্গতি বিহীন সম্পত্তি থাকার জন্য ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল সি আই ডি।এই অভিযোগ দায়ের হয় মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায়। অভিযোগে ভারতী ঘোষ ছাড়াও রয়েছে তার তৎকালীন দেহরক্ষী সুজিতের নাম এবং তার বাড়ির কেয়ারটেকার রাজমঙ্গলের নাম। ২০১২ সালে তৎকালীন যে সম্পত্তির হিসাব তিনি দিয়েছিলেন সরকারকে পরবর্তী ক্ষেত্রে ২০১৮ তে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২০ শতাংশ বেশি। ভারতী ঘোষ চাকরি ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সি আই ডি যে তদন্ত শুরু করেছিল সেই তদন্ত করতে গিয়ে সি আই ডি জানতে পারে বর্তমানে তার সম্পত্তি তৎকালীন সম্পত্তির থেকে প্রায় ৩২০ শতাংশ বেশি। আর তার পরই এই অভিযোগ।

(নিউজফ্রন্টের হাতে আসা ভারতী ঘোষের ভয়েস ক্লিপ)

 

পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে সিআইডি।

ভারতী ঘোষ।ফাইল চিত্র

অভিযোগের পর পরই আজ তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ এক অডিও বার্তায় জানিয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে ফলস কেস সাজাচ্ছে।তার কথায় সি আই ডি বর্তমান শাসক দলের হয়ে এরকম কাজ করে চলেছে।তার দাবি তিনি নিজে যাবেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তার সমস্ত সম্পত্তির হিসেব এর তদন্ত করার আবেদন জানিয়ে। বর্তমান শাসক দল সি আই ডি কে লাগিয়ে দিয়েছে তার পিছনে যাতে তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে না পারেন তার জন্য এরকম কাজ করে চলেছে সিআইডি বলে দাবি করেন ভারতী ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here