গুজরাতে ধর্ষণের শিকার কিশোরী ও এক মহিলা

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশের হাথরাসকান্ডের ছায়া এবার গুজরাতে। সেই রাজ্যের দু’টি ধর্ষণের ঘটনা সামনে এল। প্রথম ঘটনাটি ঘটেছে জামনগর জেলায়। রবিবার ডিএসপি (রুরাল) এ পি জাদেজা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর জামনগরের মহাদেবনগর এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়।

Jamnagar Accused | newsfront.co
জামনগরের ঘটনায় ধৃত অভিযুক্তরা

ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মহিসাগর জেলার সন্তরামপুরের। সেখানে ৩৫ বছর বয়সী এক মহিলাকে ভয় দেখিয়ে গত ১৫ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

এই মামলায় অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। হাথরাসের ক্ষত এখনও দগদগে। এহেন পরিস্থিতির মধ্যে আবারও এই ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে মৃত্যু হয় উত্তর প্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার ১৯ বছরের দলিত তরুণীর। পুলিশ সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর মায়ের সঙ্গে শস্যখেতে যাওয়ার পরেই নিখোঁজ হয়ে যান হাথরাসের ওই তরুণী। পরে তাঁকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর জিভে গভীর ক্ষত ছিল।

আরও পড়ুনঃ হাথরাস কান্ডে যোগী সরকারকে একহাত নিল এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া

দুষ্কৃতীরা তাঁকে গলা টিপে খুন করার চেষ্টাও করেছিল। ঘটনায় অভিযুক্ত চার জনকে পরে গ্রেফতারও করে পুলিশ। মৃত ওই দলিত তরুণীর পরিবারকে ঘরে আটকে রেখে রাতারাতি দেহ পুড়িয়ে দেয় যোগী রাজ্যের পুলিশ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।

আরও পড়ুনঃ দলিতদের কষ্ট বিজেপির বিপর্যয় ডেকে আনবে, টুইট মুখ্যমন্ত্রীর

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকেও বাড়ির লোকের সঙ্গে দেখা করতে করতে গেলে বাধা দেয় সেই রাজ্যের পুলিশ। সংবাদমাধ্যমকেও আটকে দেওয়া হয়। শেষমেশ চাপে পড়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় উত্তরপ্রদেশ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here