নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংক্রমণ নিয়ে নাজেহাল মালদহ স্বাস্থ্য দফতর। এর মধ্যে গোঁদের উপর বিষ ফোঁড়ার মতো ডেঙ্গু থাবা বসিয়েছে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ১ জন। মালদহ মেডিকেলে তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ডেঙ্গু ধরা পড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দিন সাতেক আগে জ্বর নিয়ে ওই ব্যক্তি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসেছিলেন। বহির্বিভাগে চিকিৎসার পর ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
রিপোর্ট এলে দেখা যায়, ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত। যদিও ওই ব্যক্তির ঠিকানা ও বিস্তারিত বিবরণ এখনও স্বাস্থ্য দফতরের হাতে আসেনি। জেলায় যখন করোনা পরিস্থিতি জটিল হচ্ছে, তখন ডেঙ্গুর প্রকোপ উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের। যেহেতু করোনার থেকেও ডেঙ্গুতে মৃত্যু হার অনেক বেশি, তাই তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন চিন্তিত।
আরও পড়ুনঃ দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সালারে জখম তৃণমূল নেতা
করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত দেখা দিলে সমস্যা আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ‘গত কয়েক বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই মারা গিয়েছেন। এখন জেলার করোনা পরিস্থিতি সংকটজনক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার মাঝে যদি মালদহে ডেঙ্গু থাবা বসায়, তবে সমস্যা অনেকটাই বেড়ে যাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584