রায়গঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধ, এলাকায় চাঞ্চল্য

0
30

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। শনিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধের।

পেশায় পশু চিকিৎসক ওই বৃদ্ধের বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। হাসপাতাল সুত্রে খবর, ওই বৃদ্ধ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে।

corona affected | newsfront.co
নিজস্ব চিত্র

নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য হাসপাতালের ভিআরডিএল ল্যাবরেটরিতে পাঠানো হয়। গতকাল গভীর রাতে ওই বৃদ্ধের লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এরপরই শনিবার সকালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ হরিদেবপুরে হোম আইসোলেশনে মৃত্যু ৫ মাসের শিশুর

অন্যদিকে, শনিবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও ২৬ জন বাসিন্দার শরীরে নতুন করে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত ওই বৃদ্ধও রয়েছেন। এদের মধ্যে একজন উকিলপাড়ার একটি আবাসনের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিরুদ্ধ সাহা জানিয়েছেন, ‘আক্রান্ত ব্যক্তিকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আবাসনটিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।’ এনিয়ে জেলায় করোনা আক্রান্তর সংখ্যা ৫৩৯ জন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে তিনশো জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here