নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বেলডাঙা থানার বেগুনবাড়ি হিজুলি গ্রামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। পাশাপাশি বোমা ছোঁড়া হয় বলেও জানা যাচ্ছে। মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ বলে জানাযায়।
গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথেই ওই ব্যক্তি মারা যায় বলে জানা গিয়েছে।বেশ কিছুদিন আগে এই গ্রামে বোম পড়ে। তারই জেরে আজ খুন বলে মনে করছেন স্থানীয়রা।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
মাস দুয়েক আগে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ঘটে। তারপরে সব মীমাংসা হয়ে যায়,সেই জেরেই আজ খুন বলে জানাচ্ছেন মৃত ব্যক্তির ভাইপো।থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584