গ্রামের পান্তা ভাত,মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে! গড়বেতায় মন্তব্য শুভেন্দুর

0
69

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রামসুন্দর বিদ্যাভবন হাইস্কুলের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির উদ্বোধন করেন বিধায়ক শুভেন্দু অধিকারী।

suvendu adhikari | newsfrot.co
নিজস্ব চিত্র

ঐ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রমা প্রসাদ গিরি,অসীম ওঝা,তপন দত্ত,কাবেরী চ্যাটার্জি,তৃণমূল কংগ্রেসের নেতা স্নেহসিশ ভৌমিক সহ আরো অনেকে।

crowd | newsfront.co
নিজস্ব চিত্র

শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির আবরণ উন্মোচন করে শুভেন্দু অধিকারী তার ভাষণে বলেন, অবিভক্ত মেদিনীপুর ব্রিটিশের কাছে মাথা নত করেনি,তাই আগামী দিনেও মেদিনীপুর কারো কাছে মাথা নত করবে না। তিনি তার ভাষণে ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সঙ্গে তিনি তার ভাষণে বলেন, গ্রামের ছেলেটা গ্রামে গ্রামে ঘুরছে তাতে ফ্ল্যাট বাড়িতে থাকা কারো কারো কাছে অসুবিধা হচ্ছে। তিনি এও বলেন, গ্রামের পান্তা ভাত,মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে এবং আদর্শের জন্য লড়াই করে যাবেন।

আরও পড়ুনঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসে মুর্শিদাবাদে প্রকাশ্য সমাবেশ মানবিক যোদ্ধার

তিনি বলেন কেশপুরের মোহ্বনি গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম স্থানে পাঠাগার,কমিউনিটি হল তৈরি ও শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেস পরিষেবা চালুর জন্য তিনি সহযোগীতা করেছেন।

আরও পড়ুনঃ লরির উপর অস্থায়ী মঞ্চ গড়ে আলিপুরদুয়ারে সভা সৌমিত্র’র

তিনি নিজে মহ্বনি শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির অন্যতম সদস্য বলেও জানান। দেশ মাতাকে রক্ষা করার জন্য ক্ষুদিরাম বসু কে অল্প বয়সে প্রাণ দিতে হয়েছে। নতুন প্রজন্মের কাছে ক্ষুদিরাম বসুর জীবনী তুলে ধরার জন্য শুভেন্দু অধিকারী সকলের কাছে আবেদন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here