গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।সুষ্ঠুভাবে নির্বাচন যাতে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয় সে কারণে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসন এবং সমস্ত নিরাপত্তা এজেন্সি বাড়তি নজরদারি চালাচ্ছে রাজ্যের উপর।পুলিশ প্রশাসনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজর রয়েছে বিএসএফের ৷
এদিন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে রাম পোদ্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দিলো বিএসএফ। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএসএফের অভিযোগ, রাম পোদ্দার কোচবিহারের বাসিন্দা।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া! খুশি সমর্থকেরা
পাসপোর্ট ছাড়াই বেআইনিভাবে রাম পোদ্দার বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল।সীমান্ত টপকে সে বাংলাদেশ যাওয়ার চেষ্টা চালালেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে দেখে সে আবার ভারতে ঢোকার চেষ্টা করে ৷ আর তখনই বিএসএফ তাকে আটক করে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃত রাম পোদ্দারকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584