সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
নিজের দেনা মেটাতেই প্রতিবেশী নাবালক ছাত্রকে অপহরণ করে খুন করেছে মনিরুল শেখ ওরফে (ভোলা), জানালেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। গত শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল তুষার চক্রবর্তী নামে বছর ১২ র ক্লাস সিক্সের ছাত্র।
শনিবার সকালে পরিবারের লোকের কাছে ফোন আসে ৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবি নিয়ে।তারপরেই জয়নগর থানার পুলিশের সাথে যোগাযোগ করে পরিবারের লোকজন। তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ নাম্বার ট্রেস করে রায়দিঘির এক ব্যক্তিকে খুঁজে পায়। তাকে জেরা করে মনিরুল শেখের আরও একটি নাম্বার পায় পুলিশ।
তার পরেই মনিরুল কে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। পুলিশি জেরায় মনিরুল স্বীকার করে প্রচুর টাকা তার দেনা ছিল, সেই দেনা মেটাতে প্রতিবেশী নাবালক কে অপহরণ করে মুক্তিপণ হাতানোর চেষ্টা করেছিল । তারপর মনিরুলের বয়ান অনুযায়ী তার বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় নাবালক ছাত্র তুষারের মৃতদেহ।
আরও পড়ুনঃ আসামি ছাড়াতে থানায় হামলা,শাসকদলের বিরুদ্ধে অভিযোগ
তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল বলে সে জানায়। পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে।অন্যদিকে রাতেই উত্তেজিত গ্রামবাসীরা মনিরুলের বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। রাত থেকেই সেখানে বসানো হয়েছে পুলিশ পিকেট। ধৃত মনিরুল শেখ কে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584