নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে অসম্মানজনক পেজ খোলায় গ্রেফতার করা হল পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার শাকপুরের বামপন্থী ছাত্র সংগঠনের এক কর্মীকে। আজ ধৃত যুবককে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত তাকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম দিয়ে “বাংলার লজ্জা মমতা” নামে একটি পেজ খোলা হয়, যার অ্যাডমিন কেশপুরের শাকপুর এলাকার যুবক সেখ সাফিকুল ইসলাম। বিষয়টি জানার পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে সাইবার সেল সাইবার ক্রাইম আইনে শুক্রবার রাতে ঐ যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় ক্রমেই উর্দ্ধগামী করোনা আক্রান্তের সংখ্যা
আজ ধৃত যুবককে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঐ যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮/৪৬৯/৫০৫,১বি/৫০৯ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের ৫১ -র ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে এবিষয়ে সিপিএম -এর রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা বলেন, করোনা ও আমপান নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিশেহারা। ঐ যুবক বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর কেশপুর কলেজের ইউনিট সভাপতি, করোনা ও আমপানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বামপন্থীরা প্রতিবাদ করলে তাদের বারে বারে গ্রেফতার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ঐ ধরনের হাজার হাজার পোস্ট রয়েছে, কিন্তু সুপরিকল্পিত ভাবে ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। এভাবে গণতন্ত্র হত্যা করে বামপন্থীদের আটকানো যাবে না বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584