বাহরিনে গণেশ মূর্তি ভাঙার অপরাধে গ্রেফতার মহিলা, নিন্দা প্রকাশ রাজকীয় উপদেষ্টার

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুপার মার্কেটে পর পর রাখা আছে গণেশের মূর্তি। এমন সময় আচমকা বোরখা পরিহিত দুই মহিলা মার্কেটে এসেই একের পর এক মূর্তি মেঝেতে ফেলে ভাঙতে শুরু করলেন। শুধু তাই নয়, তাঁদেরই একজন চিৎকার করে বলতে শুরু করলেন, এটা মুসলিম দেশ? এখানে এই মূর্তি কেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাহরিনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটের এই ঘটনার ভিডিও। যা নিয়ে ইতিমধ্যে তীব্র বিতর্কও দেখা দিয়েছে।

Bahrain | newsfront.co
প্রতীকী চিত্র

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে গণেশের আরাধনা। আর তাই ওই সুপার মার্কেটটিতে রাখা ছিল বেশ কিছু গণেশের মূর্তি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দুই বোরখা পরিহিত মহিলা বাহরিনে সুপার মার্কেটটিতে এসে হঠাৎই সাজানো গণেশ মূর্তিগুলোর দিকে এগিয়ে যান।

তারপর তাঁদের একজন সেই মূর্তিগুলোকে একটা একটা করে মাটিতে ফেলে ভাঙতে থাকেন। তখনই আরেক মহিলা মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। পাশাপাশি ওই সময় তাঁকে আরবি ভাষায় সুপার মার্কেটে উপস্থিত কর্মচারীদের উপর চিৎকার করতেও শোনা যায়। ওই মহিলা বলেন, “এটা মহম্মদ বিন ইসার দেশ? আপনাদের কি মনে হয় তিনি এর অনুমতি দেবেন?’’

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই শুরু হয় বিতর্ক। যদিও ইতিমধ্যে দু’ জনের মধ্যে ৫৪ বছর বয়সি একজন মহিলাকে গ্রেফতারও করেছে স্থানীয় পুলিশ। তবে অভিযুক্ত মহিলার ধর্ম পরিচয় এখনও অজানা।

আরও পড়ুনঃ বিজেপির ঘৃণা ছড়ানো আটকাবে না ফেসবুকঃ ওয়াল স্ট্রিট জার্নাল

টুইট করে পুলিশ জানায়, “বাহরিনের রাজধানী মানামার সুপার মার্কেটের একটি দোকান ক্ষতিগ্রস্থ করার জন্য এবং একটি সম্প্রদায়কে এবং তার রীতিনীতিকে মানহানি করার জন্য, বোরখা পরিহিত একজন মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে পাবলিক প্রসিকিউশনে তাঁকে রেফার করা হয়। বাহরিনের এক প্রবীণ কর্মকর্তা এই কাজের নিন্দা করে এই ঘটনাকে “ঘৃণার অপরাধ” বলে অভিহিত করেছেন।

রাজকীয় উপদেষ্টা খালেদ বিন আহমেদ আল খলিফা বলেছেন, “ধর্মীয় প্রতীক ধ্বংস করা বাহরিনের প্রকৃতির অংশ নয়।” তিনি টুইটে আরও বলেন, “এটি এমন একটি অপরাধ যা বিদেশী এবং প্রত্যাখাত বিদ্বেষকে প্রকাশ করে”। উল্লেখ্য, বাহরিনে মোট জনসংখ্যার ৯.৮ শতাংশ হিন্দু। এছাড়া ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪ লক্ষই ভারতীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here