সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডুকে একটি অচেনা নম্বর থেকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল। ২৫টি পৃথক ফোন নাম্বার থেকে ফোন করে খুনের হুমকি দেবার ঘটনায় পূর্ব বর্ধমান পুলিশের সাইবার সেল নদীয়া থেকে গ্রেফতার করল এক যুবককে।
ধৃতের নাম সঞ্জীব ঘোষ।সঞ্জীবের বাড়ি নদীয়া জেলার পলাশিপাড়া থানার পাঁচদাড়া গ্রামে।জেলা পুলিশের সাইবার সেল যে নম্বরগুলি থেকে হুমকি এসেছে তা পরীক্ষা করে দেখে ইন্টারনেট ব্যবহার করে ‘স্পুফ কলিং’-এর সাহায্যে ফোন করা হয়েছিল।
আরও পড়ুনঃ হুমকি ফোনের পর রেস্তোরাঁয় বোমাবাজি, আতঙ্ক বর্ধমানে
জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।ধৃতকে তিনদিনের পুলিশ হেফাজতে দিয়েছেন বিচারক।দেবুবাবু চান প্রকৃত ঘটনা সামনে আসুক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584