নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বেআইনি কারবারে জড়িত থাকায় প্রচুর পরিমাণে দেশি-বিদেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে প্রায় ৭০ বোতল মদ উদ্ধার হয়েছে।
বুধবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজিত মণ্ডল। তাঁর বাড়ি আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকার মল্লিকপাড়া গ্রামে।
আরও পড়ুনঃ সাত সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাড়ায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
গোপন সূত্রের খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন রামনগর এলাকায় অভিযান চালায়। সেখানে হানা দিয়ে ওই বেআইনি মদের ব্যবসায়ীকে গ্রেফতার করে।
সূত্রের খবর, অজিত দীর্ঘদিন ধরে অবৈধ মদের কারবার চালিয়ে যাচ্ছিল। বাড়ি থেকে সামান্য দূরে একটি মদের ঠেক রয়েছে তার। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তারপরেই অভিযান চালিয়ে অজিতকে গ্রেফতার করা হয়। মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584