নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থার নাম ভাঙিয়ে অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে শশীকান্ত ভৌমিক নামে জনৈক ব্যক্তি।
সূত্রের খবর অনুযায়ী, ৬০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তারপর ৬০০০ টাকা দিয়ে তিন মাসের অভিনয়েরবকোর্স করলেই মিলবে ধারাবাহিকে কাজ করার সুযোগ- এই বক্তব্য সামনে রেখে লীনা গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে এবং তাঁর প্রযোজনা সংস্থার নাম ভাঙিয়ে বিভিন্ন জেলার লোকাল কেবল চ্যানেলে চলছিল বিজ্ঞাপণ।
আরও পড়ুনঃ নামী ব্র্যান্ডের মডেল হওয়ার প্রলোভন! প্রতারণার অভিযোগ অভিনেত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে
অনলাইনে যোগাযোগ করতে বলা হয় বিজ্ঞাপণে। স্বাভাবিকভাবেই সাড়া মেলে আগ্রহীদের। অনেকে রেজিস্ট্রেশনও করায়। কিন্তু অবস্থা বেগতিক দেখায় পরের পর অভিযোগ জমা পড়তে থাকে লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে।
আরও পড়ুনঃ নিঃশব্দে চলে গেলেন মেহেন্দি সিনেমার নায়ক ফারাজ খান, শোকের ছায়া বলিউডে
এরপর একদিন যোধপুর পার্কের একটি বাড়িতে অডিশন নেওয়া হতে পারে এমন খবর পায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। এরপরই তারা পুলিশকে জানায়। অডিশন চলাকালীনই ৩ নভেম্বর যোধপুর পার্কের একটি বাড়িতে পুলিশ নিয়ে চড়াও হয় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার জনাকয়েক কর্মী। সেখান থেকে শশীকান্ত ভৌমিক ও তার দলবলকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রায় সবকটি ধারাবাহিকই ঘরে ঘরে সমাদৃত। শ্রীময়ী, মোহর, খড়কুটো সবই লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং তাঁর প্রযোজনা সংস্থার। আর তাঁর নাম ভাঙিয়েই এই কাজে শামিল হয় শশীকান্ত। এরকম আরও অনেক শশীকান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অলিগলির আনাচে কানাচে। অভিনয় শিক্ষা দেওয়ার নামে বড় ফাঁদ পাতা আছে নানাদিকে। সাবধান না হলেই বিপদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584