আজাহার হোসেন,কাশ্মীরঃ
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে দেশবিরোধী বিদ্বেষমূলক পোস্ট করে হিংসা ছড়ানোর অভিযোগে সাইবার সেলের নজরে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
কাশ্মীরের সাইবার সেলের এসএসপি তাহির আশরাফ জানিয়েছেন ঠিক যে সময় দেশের জনগণ লকডাউনের মধ্যে রয়েছেন এবং তাদের আলোচনার কেন্দ্রবিন্দু করোনা। তখন সোশ্যাল মিডিয়ার জনসংযোগকে কাজে লাগিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মত সামাজিক মাধ্যমগুলোতে দেশ জুড়ে বিভিন্ন মানুষ সমবেত ভাবে হিংসা ছড়াচ্ছেন।
আরও পড়ুনঃ দক্ষিণ কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে মৃত ২ জঙ্গি
সাথে তিনি আরো জানাচ্ছেন যাতে কোনো রকমের সন্ত্রাস এই সময় বৃদ্ধি না পায় সেজন্য সাইবার সেলের নজরে রয়েছে বেশকিছু এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ফটো এডিট করে সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর অভিযোগে গতকাল শ্রীনগর লালচক থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
এসএসপি তাহির জানিয়েছেন এ সময় যে কোনো রকমের হুমকি মূলক পোস্ট, সন্ত্রাসবাদ মদত পায় এমন পোস্ট এবং দেশবিরোধী পোস্ট নজরে এলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584